কোস্টারিকাকে উড়িয়ে শেষ আটে কলম্বিয়া

কোপা আমেরিকা ফুটবল ২০২৪

নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিয়েছিলো কোস্টারিকা। দ্বিতীয় ম্যাচে কলম্বিয়ার বিপক্ষেও দারুণ কিছুর প্রত্যাশা নিয়ে মাঠে নামা দলটা রীতিমতো উড়ে গেলো ৩-০ গোলে। টানা দুই জয়ে কলম্বিয়া যেমন কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করে নিলো তেমনি গ্রুপেই বিদায় ঘন্টা বেজে গেলো দলটার।

অবশ্য কাগজে কলমে এখনও তাদের সম্ভাবনা শেষ হয়ে যায়নি। চার পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে থাকা ব্রাজিল যদি গ্রুপের শেষ ম্যাচে কলম্বিয়ার বিপক্ষে বড় ব্যবধানে হেরে যায় এবং কোস্টারিকা যদি বড় ব্যবধানে গ্যারাগুয়ের বিপক্ষে জয় পায় তখন ব্রাজিল ও কোস্টারিকার গোল ব্যবধান হিসাব করা হবে। কেননা দুই দলেরই পয়েন্টই হবে সমান চার করে। ব্রাজিল এখনও তিন গোল বেশি দিয়েছে এবং কোস্টারিকা তিন গোলে পিছিয়ে আছে। ফলে তৃতীয় ম্যাচে ছয় গোলের ঘাটতিও পূরণ করতে হবে কোস্টারিকাকে যা দৃশ্যত অসম্ভব।

শনিবার বাংলাদেশ সময় রাত চারটায় অ্যারিজোনার গ্লেনডেলে স্টেট ফার্ম স্টেডিয়ামে লুইস ফার্নান্দো দিয়াজের গোলে ম্যাচের ৩১ মিনিটেই লিড নেয় কলম্বিয়া। ম্যাচের ৫৯ মিনিটে ব্যবধান বাড়ানোর তিন মিনিট পরই তৃতীয় গোল করে জয় নিশ্চিত করে নেয় কার্লোস ভালদেরামার উত্তসূরীরা। গোলদুটি করেন সানচেজ মিনা ও করডোবা।

Exit mobile version