সময়টা ভালো যাচ্ছে না চেলসির। ঘরোয়া লিগে বেশ পিছিয়ে পড়ছে দলটি। এর মাঝে ক্যারাবাও কাপ থেকে বিদায় নিয়ে তারা। বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে নিউক্যাসেল ইউনাইটেডের কাছে ২-০ গোলে হেরে গেছে দলটি। এ হারের ফলে চেলসির শিরোপা জয়ের স্বপ্ন থমকে গেছে। অন্যদিকে শেষ আটে পা রেখেছে নিউক্যাসেল ইউনাইটেড।
মাত্র তিন মিনিটের এক ঝড়ে চেলসির বিদায় নিশ্চিত হয়ে যায়। সেন্ট জেমস পার্কে অনুষ্ঠিত ম্যাচের ২৩তম মিনিটে আলেক্সান্ডার ইসাক গোলে এগিয়ে যায় নিউক্যাসল। মাত্র তিন মিনিটের ব্যবধানে আবার গোল হজম করে চেলসি। এবার আত্মঘাতি গোল। অ্যাক্সেল ডিসাসি ২৬ মিনিটে নিজেদের জালে বল জড়িয়ে দেন। এ গোলেই নিশ্চিত হয়ে যায় চেলসির বিদায়।
দ্বিতীয়ার্ধে অবশ্য ম্যাচে ফিরতে মরীয়া হয়ে চেষ্টা চালায় চেলসি। একের পর এক আক্রমণ করেছে। তাদের বিরতিহীন আক্রমণে নিউক্যাসেলের রক্ষণে মারাত্মক চাপ তৈরি হয়। কিন্তু চেলসির ফুটবলারদের গোল করতে দেয়নি তারা। ফলে ব্লুজদের মাথা নিচু করে মাঠ ছাড়তে হয়েছে।
চেলসিকে হারানোর পর দারুণ উচ্ছ্বসিত নিউক্যাসেলের সমর্থকরা। তারা ম্যাচ শেষে দাঁড়িয়ে খেলোয়াড়দের অভিবাদন জানায়।
