ব্রাজিলিয়ান ফুটবলার ফার্নান্দিনিয়ো অবশেষে টানলেন তার দীর্ঘদিনের ক্যারিয়ারের শেষ লাইন। এক বছর ধরে কোনো ক্লাবের সঙ্গে চুক্তি ছিল না, তবুও ফেরার সম্ভাবনা নিয়ে আলোচনা চলছিল। শেষ পর্যন্ত ব্রাজিলে একটি চ্যারিটি ম্যাচ খেলে ৪০ বছর বয়সী এই মিডফিল্ডার পরিষ্কার জানিয়ে দিলেন, পেশাদার ফুটবলে আর নামছেন না।
ঘোষণাটা দিতে গিয়ে তার কণ্ঠে ছিল তৃপ্তি। ম্যাচ শেষে তিনি বলেন, খেলায় আর নতুন কিছু দেখছেন না, লক্ষ্য করার মতো কিছু বাকি নেই। এত বছরের পরিশ্রমে যা পাওয়ার ছিল তা পেয়েছেন। এখন জীবনের বাকি সময়টা পরিবারের সঙ্গে কাটানোর ইচ্ছাই সবচেয়ে বড়।
ফার্নান্দিনিয়োর ফুটবল শুরু হয়েছিল নিজের দেশের দল অ্যাথলেতিকো পারানেন্সে। সেখান থেকে ২০০৯ সালে ইউক্রেনে শাখতার দোনেৎস্কে যোগ দিয়ে পুরো ইউরোপকে চমকে দেন। শাখতারের জার্সিতে তিনি ছয়বার লিগ জিতেছেন, আর ২০০৯ সালের উয়েফা কাপ জয়ের স্মৃতি তো তার ক্যারিয়ারের সোনালি অধ্যায়গুলোর একটি। ধারাবাহিক পারফরম্যান্সে সময়ের সঙ্গে সঙ্গে তার নাম উঠে আসে ইউরোপের বড় ক্লাবগুলোর তালিকায়।
এরপর আসে তার জীবনের সবচেয়ে বড় যাত্রা। ২০১৩ সালে ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়া। সিটিতেই তিনি হয়ে ওঠেন মিডফিল্ডের স্তম্ভ। ৩৮৩ ম্যাচ খেলে ক্লাবটিকে উপহার দেন ১৩টি বড় শিরোপা। পাঁচটি প্রিমিয়ার লিগ, ছয়টি লিগ কাপ। এমন সাফল্যে তিনি সিটির ইতিহাসে স্থায়ী জায়গা করে নেন। মাঠে তার শান্ত নেতৃত্ব আর খেলার গতি বোঝার ক্ষমতা সিটিকে বদলে দেয়। তাই ২০২২ সালে বিদায় জানানোর সিদ্ধান্তে কোচ পেপ গার্দিওলাও বিস্মিত হয়েছিলেন।
জাতীয় দলের জার্সিতেও তার অবদান কম নয়। ব্রাজিলের হয়ে ৫৩ ম্যাচ খেলেছেন, খেলেছেন দুটি বিশ্বকাপ। ২০১৯ সালের কোপা আমেরিকা জেতা দলেও ছিলেন তিনি। আর এর আগেই অনূর্ধ্ব- ২০ বিশ্বকাপ জেতার অভিজ্ঞতাও ছিল তার ঝুলিতে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















