অনুর্ধ্ব-২০ যুব বিশ্বকাপ ফুটবলে দারুণ সূচনা করেছে যুক্তরাষ্ট্র। গোল বন্যায় ভাসিয়েছে নিউ ক্যালেডোনিয়াকে। ৯-১ গোলে জয় পেয়েছে। এ জয়ের ফলে ‘ই’ গ্রুপে নেতৃত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্র। গ্রুপের অন্য এক ম্যাচে ফ্রান্স ২-১ গোলে হারিয়েছে দক্ষিণ আফ্রিকাকে।
এদিকে দিনের অন্য দুই ম্যাচের একটিতে নরওয়ে ১-০ গোলে নাইজেরিয়াকে হারিয়েছে। একই ব্যবধানে কলাম্বিয়া হারিয়েছে সৌদি আরবকে।
ম্যাচের শুরু থেকেই গোলের দেখা পেয়েছিল যুক্তরাষ্ট্র। প্রথম সাত মিনিট ক্যালেডোনিয়ার গোলরক্ষককে পোস্ট থেকে বল কুড়িয়ে আনতে আনতে পরিশ্রান্ত হওয়ার যোগাড় হয়েছিল। সাত মিনিটের মধ্যে তারা তিন গোল হজম করে। দ্বিতীয়, চতুর্থ ও সপ্তম মিনিটে গোল পায় তারা। প্রথমার্ধে আরও চার গোল করে যুক্তরাষ্ট্র। ক্রেমাসচি হ্যাটট্রিক করেন। দ্বিতীয়, চতুর্থ ও সাইত্রিশতম মিনিটে গোল তিনটি করেন তিনি। হ্যাটট্রিকের সুবাদে ক্রেমাসচি এখন টুর্নামেন্টে সর্বোচ্চ গোল করার তালিকায় নেতৃত্ব দিচ্ছে। যুক্তরাষ্ট্র দ্বিতীয়ার্ধে করে দুই গোল।
বিশ্বকাপে আজ রাতে মিসর নিউজিল্যান্ডের, চিলি জাপানের, পানামা ইউক্রেনের এবং দক্ষিণ কোরিয়া প্যারাগুয়ের মুখোমুখি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















