ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধে ক্রীড়া সাংবাদিকদের বিশেষ উদ্যোগ

ক্রীড়াঙ্গনে যৌন হয়রানি প্রতিরোধ/প্রতিকারে ক্রীড়া সাংবাদিকদের উদ্যোগে বিশেষ ‘হেল্পলাইন ‘ চালু করা হয়েছে।

ক্রীড়াঙ্গনে নানা সময়ে ঘটে যাওয়া বেশ কিছু যৌন হয়রানির খবর সাম্প্রতিক সময়ে এসেছে মিডিয়ায়, যা খুবই উদ্বেগজনক।

অতীতে বিভিন্ন সময়ে এমন অনাচারের কথা অনুচ্চারিত থেকে গেছে।

আমরা, ক্রীড়া সাংবাদিকদের কাছে মনে হয়েছে, সিংহভাগ ক্ষেত্রে সামাজিক সঙ্কোচ কিংবা প্রাতিষ্ঠানিক ভীতির কারণে নিপীড়িত ব্যক্তি অভিযোগ করেন না।

এ অবস্থায় শতভাগ গোপনীয়তা রক্ষা ও যতটুকু সম্ভব আইনী সহায়তা দেওয়ার জন্য আমরা ক্রীড়া সাংবাদিকেরা একটি ‘হেল্পলাইন ‘ চালু করেছি।

আপনার অভিযোগ পাঠান এই ইমেইল ঠিকানায়-

stopharssment.bdsports@gmail.com

আপনি/আপনারা নি*র্ভ*য়ে, নিঃসঙ্কোচে অভিযোগ জানান। এটা কোনো নিউজ আইটেম হবে না, একটা পরিণত পর্যায়ে যাওয়া পর্যন্ত সবটুকু গো*প*নীয়তা রক্ষা করা হবে…

আশা করি, আপনার /আপনাদের অভিযোগ স্রেফ কাউকে হেয় করার জন্য বা অন্য কোনো আক্রোশ থেকে হবে না।

আপনার/আপনাদের মতো আমরা হয়রানির প্রতিকার চাই, যা হবে এ জাতীয় অৎন্যায় প্রতিরোধের হাতিয়ার।

Exit mobile version