বাজেটে আমদানীকৃত ক্রীড়া সামগ্রীর ওপর ট্যাক্স কমানোর আহ্বান জানালেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন, বাফুফে সভাপতি তাবিথ আউয়াল। বর্তমানে ক্রীড়া সামগ্রীর উপর যে ৩৬ শতাংশ কর রয়েছে সেটি কমিটে ন্যূনতম ১০ শতাংশ করার আহ্বান জানান তিনি। আজ রাজধানীর রাওয়া ক্লাবে আয়োজিত বাফুফে’র ব্যতিক্রমধর্মী আয়োজন মিট দ্য প্রেসে এই আহ্বান জানান বাফুফে সভাপতি।
সম্প্রতি ২০২৫-২৬ অর্থ বছরের বাজেট পেশ করা হয়েছে। উক্ত বাজেটে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের জন্য বরাদ্দ হয়েছে দুই হাজার কোটি টাকার উপর যার বড় একটি অংশ ব্যয় হয় প্রশাসনিক খাতে। ক্রীড়ার প্রশিক্ষণ ও উন্নয়ন খাতে বরাদ্দ তুলনামূলক কম।
বাফুফে সভাপতি বলেন, “বাজেটে ক্রীড়া খাতে বরাদ্দ হয়ে স্বল্প। সেটা সকল ফেডারেশনে বন্টনে আরো সীমিত হয়ে পড়ে। বাফুফের পক্ষ থেকে অনুরোধ যেন ক্রীড়াখাতে বরাদ্দ বাড়ানো হয়। ক্রীড়া সামগ্রীর উপর অতিরিক্ত ট্যাক্স বরাদ্দ নিয়েও বাফুফের সভাপতি আরও বলেন, ” ক্রীড়া সামগ্রীর উপর বরাদ্দ ৩৬ শতাংশ ট্যাক্স অনেক বড় একটা সংখ্যা, আমরা অনুরোধ জানাচ্ছি আগামী বাজেট পাশের সময় এই ৩৬ শতাংশ ট্যাক্স যেন মওকুফ করা হয় বা কমিয়ে আনা হয়। “
বাজেটে ক্রীড়াক্ষেত্রের জন্য বরাদ্দ অর্থ নিয়েও তেমন কথা হয়না বলে জানান সভাপতি তাবিথ আউয়াল। তিনি বলেন, ২ হাজার কোটি টাকার যে বরাদ্দ দেওয়া হয় তার মধ্যে প্রায় ৯০০ কোটি টাকা বেতন, রক্ষণাবেক্ষণ, অপারেশনাল ও অন্যান্য খাতে খরচ হয়, বাকি অর্থ ব্যয় হয় অবকাঠামোগতসহ অন্যান্য উন্নয়ন খাতে। পুরনো অকেজো কাঠামো সংস্কার করে মোটা দাগে অর্থ ব্যয় করে আর কতদিন! আমার মবে হয়, পুরোনো কাঠামোগুলো ভেঙে নতুন করে নির্মাণ করলে ক্রীড়াঙ্গনে ভালো কাজে আসবে। “
প্রারম্ভিক মন্তব্যের পর সংবাদ সম্মেলনে প্রশ্ন উত্তর পর্ব শুরু হয়। সেখানে বাজেট বরাদ্দ নিয়ে বাফুফের প্রয়োজনীয়তা সম্পর্কে সভাপতি বলেন, “বিগত কমিটি বছরে ৩০ কোটি টাকা সরকারের কাছ থেকে চেয়েছিল। আমরা এখনো সেটা চাইনি, তবে আমাদেরও সেই রকমই অর্থ প্রয়োজন। স্পন্সর ও নানা মাধ্যম থেকে আমরা সেটা মেটানোর চেষ্টা করছি। “
ক্রীড়া সামগ্রীতে উচ্চ ট্যাক্স প্রসঙ্গে পার্শ্ববর্তী দেশ ভারতের উদাহরণ টেনে তাবিথ আওয়াল বলেন, “ভারতের ক্রীড়া সামগ্রীর উপর ১২ শতাংশ কর আরোপ্য। সেখানে আমাদের দেশেও ৩৬ শতাংশ থেকে কমিয়ে আনা যেতে পারে। “