২০২৬ সালে কানাডা, মেক্সিকো, মার্কিন যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত হবে ফিফার ২৩ তম বিশ্বকাপ! তবে তার আগেই আরও একটি বিশ্বকাপে মাঠে নামছে দলগুলো। যে বিশ্বকাপে কপাল পুড়ছে মেসির ভক্তরা। অর্থাত ক্লাব বিশ্বকাপে নিষিদ্ধ করা হয়েছে আর্জেন্টিনার ১৫ হাজারের বেশি সমর্থককে।
মেসির সমর্থকদের একটি তালিকা বুয়েনস আইরেসে যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে হস্তান্তর করেছেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী পাত্রিসিয়া বুলরিচ। তাদের সবার পরিচয়-‘উগ্র ফুটবল সমর্থক।’
আগামী মাসে যুক্তরাষ্ট্রে ক্লাব বিশ্বকাপে স্টেডিয়ামগুলোয় নিষিদ্ধ থাকবেন এই তালিকায় থাকা আর্জেন্টাইন সমর্থকেরা। বড় পরিসরে নতুন চেহারার ক্লাব বিশ্বকাপের প্রথম আসর হবে যুক্তরাষ্ট্রের ১২টি ভেন্যুতে আগামী ১৪ জুন থেকে ১৩ জুলাই পর্যন্ত।
৩২ দলের আসরে আর্জেন্টিনার ক্লাব আছে দুটি-বোকা জুনিয়র্স ও রিভার প্লেট। যুক্তরাষ্ট্রের দূতাবাসের কাছে সমর্থকদের তালিকা দেওয়ার কারণ সংবাদমাধ্যমে ব্যাখ্যা করেন আর্জেন্টিনার নিরাপত্তা মন্ত্রী।
তাদের দাবি, ১৫ হাজারের বেশি লোক আছে এই তালিকায়, যারা স্টেডিয়ামগুলোতে নিষিদ্ধ থাকবেন। আমাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ যে, আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোতে অপরাধে জড়ানো কোনো উগ্র লোক যেন এই ক্রীড়া ইভেন্টে অংশ নিতে না পারে।”
আর্জেন্টিনার স্টেডিয়ামগুলোয় নিষিদ্ধ ব্যক্তিদের সনাক্তকরণে যে পদ্ধতি ব্যবহার করা হয়, সেই ত্রিবুনা সেগুরা পদ্ধতি কাজে লাগিয়ে তালিকাটি প্রনয়ণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
এবার ১ হাজার ৩২৮টি ম্যাচে ৪০ লাখের বেশি লোককে পর্যবেক্ষণ করেছে এই ত্রিবুনা সেগুরা। এর মধ্যে ১ হাজার ১৬৬ জনকে চিহ্নিত করা হয়েছে। যাদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা আছে এবং স্টেডিয়ামে প্রবেশ ঠেকাতে ৪০টির বেশি প্রশাসনিক নির্দেশনা জারি করেছি আমরা।