ক্লাব বিশ্ব কাপ ফুটবলে সম্ভবত খেলা হচ্ছে না কেভিন ডি ব্রুইনের। গত ১০ বছরে ম্যানচেস্টার সিটির হয়ে ১৪টি শিরোপা জয় করলেও ম্যানসিটির হয়ে তার ক্লাব বিশ্ব কাপে খেলা হচ্ছে না। দুই পক্ষের নির্লিপ্ততায় এমন পরিবেশ তৈরি হয়েছে।
ম্যানচেস্টার সিটির সঙ্গে ব্রুইনের চুক্তির মেয়াদ শেষ হয়ে গেছে। নতুন করে কোনো পক্ষই চুক্তি করার লক্ষণ দেখাচ্ছে না। ফলে ম্যানসিটির সঙ্গে ব্রুইনের হয়তো সম্পর্কের ইতি দেখতে পাচ্ছেন অনেকেই। তাইতো ব্রুইন বলেছেন, এভাবে হয়তো আমার নিজের ব্যবস্থা নিজেকে করতে হবে। যদি ক্লাব বিশ্ব কাপে আমি আহত হই তাহলে আমার অবস্থা কি হবে? সে সময়ে কেউ আমার প্রতি খেয়াল রাখবে না। সুতরাং আমি হয়তো ক্লাব বিশ্ব কাপে খেলবো না। আবার খেলতেও পারি, ঠিক জানি না কি হতে যাচ্ছে।’
আগামী জুন-জুলাইয়ে ক্লাব বিশ্ব কাপ হবে। ব্রুইন বলেন, ক্লাব বিশ্ব কাপে ম্যানসিটি আমাকে চায় কিনা তা নিয়ে আমার এখনো পরিস্কার ধারণা নেই।
ক্লাব বিশ্ব কাপ যদি ব্রুইন না খেলেন তাহলে ম্যানসিটির হয়ে তাকে এবার শূন্য হাতে ফিরতে হবে। ঘরোয়া লিগ জিততে পারেনি দলটি, চ্যাম্পিয়ন্স লিগেও ব্যর্থ। বাকি ছিল এফএ কাপ, সেখানেও ব্যর্থ দলটি। ক্রিস্টাল প্যালেসের কাছে এফএ কাপ হারিয়েছে তারা।
