নিষেধাজ্ঞার কারণে মেজর সকার লিগে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলতে পারেননি মেসি। এতে প্রচণ্ড ক্ষেপেছেন মেসিদের কোচ হাভিয়ের মাশচেরানো।
অল স্টার ম্যাচে মাঠে নামেননি মেসি। এ কারণে তাকে পরবর্তী ম্যাচে নিষিদ্ধ করে এমএলএস কর্তৃপক্ষ। এমএলএস এর নিয়মানুসারে লিগ কর্তৃপক্ষের অনুমতি ছাড়া অল স্টার ম্যাচে না খেললে পরবর্তী ম্যাচে তিনি খেলতে পারবেন না। সে নিয়মের কারণে সিনসিনাটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে খেলা হয়নি মেসির।
তবে এমন নিয়মে প্রচণ্ড বিরক্ত মাশচেরানো। তিনি বলেন, আমি এখানে লিগের সমালোচনা করতে আসিনি। আমি নিয়ম বদলাতে চাই না। তবে আমি এই সিদ্ধান্তের সঙ্গে মোটেও একমত নই। তবু এটা আমরা মেনে নিয়েছি।
মূলত টানা ম্যাচ খেলার কারণে মেসি অল স্টার ম্যাচে খেলেননি। ক্লাব বিশ্বকাপে খেলার জন্য অন্যদের থেকে বেশি ম্যাচ খেলতে হয়েছে মেসিদের।
মায়ামির সহমালিক হোর্হে মাসেরও এই নিয়মের পক্ষে নন। মেসির শাস্তি হওয়ার পর আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি বলেন, তারা এখানে এসেছে খেলার জন্য। খেলবে, জিতবে। কিন্তু প্রীতি ম্যাচ না খেলার কেন তাদের সরাসরি নিষিদ্ধ করা হবে। এটা নিয়ম হলেও বোধগম্য নয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















