এএফসি কাপ অনূর্ধ্ব-২০ ফুটবলের বাছাইপর্বে গুয়ামের বিপেক্ষে দু’দফা এগিয়ে গিয়ে হতাশাজনকভাবে ড্র করলো বাংলাদেশ দল।
প্রথম ম্যাচে সিরিয়ার বিপক্ষে ৪-০ গোলের পরাজয় দিয়ে বাছাইপর্ব শুরু করে বাংলাদেশ।
ভিয়েতনামের লাচ ট্রে স্টেডিয়ামে ম্যাটের ষষ্ঠ মিনিটেই মিরাজুলের গোলে লিড নেয় বাংলাদেশ। লম্বা সময় ধরে অর্থাৎ ম্যাচের ৭৪ মিনিট পর্যন্ত লিডটা ধরে রাখে বাংলাদেশ। ৭৫ মিনিটে পেনাল্টি থেকে গোলে করে গুয়ামকে সমতায় ফেরান সুনতারো সুজুকি।
দ্বিতীয় দফা ম্যাচের ৮৯তম মিনিটে মঈনুল আহমেদের গোলে আবারও এগিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। কিন্তু সেই গোলও শোধ করে দেয় গুয়াম। দলটির পক্ষে গোলটি শোধ করেন হারমোন।
২৭ সেপ্টেম্বর গ্রুপের তৃতীয় ম্যাচে স্বাগতিক ভিয়েতনাম ও ২৯ সেপ্টেম্বর চতুর্থ ম্যাচে ভুটানের বিপক্ষে চতুর্থ ও শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ। দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে টেবিলের চারে আছে মারুফুল হকের ছেলেরা।