লা লিগায় শনিবার রাতে দারুণ এক জয় পেয়েছে বার্সেলোনা। নিজেদের মাঠের খেলায় গেতাফের বিপক্ষে গোল উৎসব করেছে। এই উৎসবে নাম লিখিয়েছেন জোয়াও ফেলিক্স, ফ্রাঙ্কি ডি জং, ফারমিন লোপেজ ও রাফিনহা। ৪-০ গোলের এই জয় বার্সেলোনাকে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে নিয়ে এসেছে।
বার্সেলোনা বর্তমানে ২৬ ম্যাচ থেকে ৫৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। ৬২পয়েন্ট নিয়ে রিয়াল মাদ্রিদ শীর্ষে। রিয়াল মাদ্রিদ অবশ্য ২৫ ম্যাচ খেলেছে। সমান ম্যাচ থেকে ৫৬ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে জেরোনা। বার্সার চেয়ে এক ম্যাচ কম খেলা জিরোনার সামনে পয়েন্ট টেবিলের দুইয়ে ওঠার সুযোগ আছে।
ঘরোয়া লিগ শিরোপা জয়ের তেমন একটা সম্ভাবনা নেই বার্সেলোনার। পারফরম্যান্সের কারণে ঘরে বাইরে চাপের মুখে দলটির কোচ জাভি হার্নান্দেজ। এই জয় কিছুটা হলেও জাভির ওপর থেকে সেই চাপ কমাবে। অবশ্য মৌসুম শেষে তিনি যে আর কোচের দায়িত্বে থাকছেন না তা আগেই জানিয়ে দিয়েছেন।
মৌসুম জুড়ে বার্সেলোনার বাজে পারফরম্যান্স সমর্থকদের ওপরও প্রভাব ফেলেছে। ঘরের মাঠে খেলায় স্টেডিয়ামের অর্ধেকটা ছিল খালি। তবে বার্সেলোনার পারফরম্যান্সে দর্শক খরা কোনো প্রভাব ফেলেনি। ম্যাচের ২০ মিনিটেই তারা গোল পেয়ে যায়। গোলটি করেন ব্রাজিলের রাফিনহা। এই গোলের পর আরো দুটো সুযোগ পেয়েছিলেন তিনি। কিন্তু তাে থেকে গোল আদায়ে ব্যর্থ হন এ ব্রাজিলিয়ান।
বিরতির পর বার্সেলোনা আরো তিন গোলের দেখা পায়। ৫৩ মিনিটে হোয়াও ফেলিক্স, ৬১ মিনিটে ডি জং এবং ৯১ মিনিটে লোপেজ গোল করেন।