গোপন ভিডিও ছড়ানোর অভিযোগ রিয়াল মাদ্রিদ তারকার বিরুদ্ধে!

ছবি: কালেক্টেড

রিয়াল মাদ্রিদের উঠতি ডিফেন্ডার রাউল আসেনসিওর বিরুদ্ধে স্পেনের সরকারি প্রসিকিউশন বিভাগ আড়াই বছরের কারাদণ্ডের আবেদন জানিয়েছে। গোপনীয়তা লঙ্ঘন এবং কিশোরীদের ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে এই শাস্তির প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, আসেনসিওর সঙ্গে আরও তিন সতীর্থ—ফেরান রুইজ, হুয়ান রদ্রিগেজ ও আন্দ্রেস গার্সিয়ার বিরুদ্ধেও অভিযোগ গঠিত হয়েছে। ঘটনাটি ঘটে ২০২৩ সালে, যখন চারজনই রিয়াল মাদ্রিদের বিভিন্ন স্তরের দল—কাস্তিয়া ও সি দলে খেলতেন।

অভিযোগে বলা হয়েছে, ১৬ ও ১৮ বছর বয়সী দুই কিশোরীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানোর সময় আসেনসিও ও তার সতীর্থরা ভিডিও ধারণ করেন এবং তা কিশোরীদের অনুমতি ছাড়া তৃতীয় পক্ষের সঙ্গে শেয়ার করেন ইনবক্সে।

স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মুন্দো দেপোর্তিভো’ জানিয়েছে, সরকারি প্রসিকিউশন বিভাগ গোপনীয়তা লঙ্ঘনের অভিযোগে আসেনসিওর বিরুদ্ধে আদালতে আনুষ্ঠানিক অভিযোগ এনেছে। যদিও তারা শিশু পর্নোগ্রাফি ছড়ানোর অভিযোগ অন্তর্ভুক্ত করেনি। তাদের দাবি, আসেনসিও ভিডিওটি শুধু একজন বন্ধুকে দেখাতে চেয়েছিলেন এবং পরে তা মুছে ফেলেন।

তবে ভুক্তভোগীদের আইনজীবীরা মামলায় শিশু পর্নোগ্রাফির অভিযোগও রেখেছেন এবং আসেনসিওর সর্বোচ্চ চার বছরের কারাদণ্ড চেয়েছেন। এছাড়া শোনা যাচ্ছে, ভুক্তভোগীদের সঙ্গে সমঝোতার পথে এগোচ্ছেন আসেনসিও, যদিও সেটি এখনো নিশ্চিত নয়।

মামলাটি এখনও আদালতে প্রক্রিয়াধীন। ইতিমধ্যে আসেনসিও প্রকাশ্যে মুখ খুলে নিজেকে নির্দোষ দাবি করেছেন। তার ভাষ্য, আদালতের চূড়ান্ত রায় না হওয়া পর্যন্ত তিনি দোষী নয়। আসেনসিও আরও বলেন ,তার বিবেক পরিষ্কার এবং তিনি নারীদের সম্মান করে। মাল্মলার কার্যক্রম এখনও চলমান, তবে দ্রুত নিষ্পত্তি হওয়ার সম্ভাবনা কম।

Exit mobile version