বার্সেলোনাকে হারিয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে উঠেছে ইন্টার মিলান। নিজেদের মাঠের খেলায় ৪-৩ গোলে জয় পেয়েছে ইতালিয়ান ক্লাবটি। ইন্টার মিলানের হয়ে লাউতারো মার্টিনেজ, হাকান কানহানোগলু, ফ্রান্সেসকো আসেরবি ও ডেভিড ফ্রাত্তেসি গোল করেন। তাদেরকে ছাপিয়ে ইন্টার মিলানের জয়ের নায়ক হয়েছেন গোলরক্ষক ইয়ান সোমার।
গোলবারের নিচে দাঁড়িয়ে অসাধারণ এক খেলায় উপহার দিয়েছেন ইয়ান সোমার। যার ফলে ইন্টার মিলান আরো বেশি গোল হজম থেকে রক্ষা পেয়েছে। বিশেষ করে বার্সেলোনার তরুণ তারকা লামিনে ইয়ামালের বিপক্ষে অসাধারণ সব সেভ করেছেন। সব মিলিয়ে অন্তত সাতবার সোমার দলকে রক্ষা করেছেন।
ম্যাচ শেষে উচ্ছ্বাস প্রকাশ করে সোমার বলেন, আমি অত্যন্ত আনন্দিত। এটা অসাধারণ এক ম্যাচ ছিল। আমাদের দল চমৎকার একটা খেলা উপহার দিয়েছে।’
শেষ মুহুর্তে লামিনে ইয়ামালের একটা চেষ্টা রুখে দেওয়া সম্পর্কে সোমার বলেন, লামিনের শেষ শটটা সত্যিই অসাধারণ ছিল না। সে একজন ভালো খেলোয়াড়। সে দারুণ সব শট নিতে দক্ষ। যাহোক আমরা শেষ পর্যন্ত লড়ে যাওয়ার পরিকল্পনা নিয়েছিলাম। আমরা ৯৩ মিনিটে সমতা সূচক গোল করেছি, তারপর জয়সূচক গোল।
সেমিফাইনালের প্রথম লেগে অ্যাওয়েতে ইন্টার মিলান ৩-৩ গোলে ড্র করেছিল। ফলে এ ম্যাচে জয়ের বিকল্প ছিল না। শুরুতে দুই গোলে এগিয়ে গেলেও এক পর্যায়ে তারা ৩-২ গোলে পিছিয়ে পড়েছিল। শেষ পর্যন্ত ৪-৩ গোল এবং ৭-৬ গোল গড়ে জয় নিয়ে ফাইনালে পৌঁছায়।
