‘এ-গ্রুপ’ থেকে তিন ম্যাচের সবগুলোতেই জয় নিয়ে এবারের কোপা আমেরিকা ফুটবলের কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা। গ্রুপের দ্বিতীয় দল হিসেবে কানাডাও খেলবে শেষ আটে। সুযোগ ছিলো ২০১৫ ও ২০১৬ সালের চ্যাম্পিয়ন চিলিরও। কিন্তু কানাডার সাথে গোলশূন্য ড্র করে তারা সেই সুযোগ হাতছাড়া করেছে।
অরল্যান্ডোতে অবশ্য যোগ্য দল হিসেবেই চিলির ওপর প্রাধান্য বিস্তার করেছে কানাডা। কানাডার শতকরা ৫৮ ভাগের বিপরীতে চিলির দখলে ছিলো শতকরা ৪২ ভাগ বল। অবশ্য ম্যাচে শরীরনির্ভর ফুটবল খেলেছে কানাডা। কিন্তু মারাত্নক ফাউল করে ম্যাচের ২৭তম মিনিটেই লাল কার্ড দেখেন গ্যাব্রিয়েল সানচেজ।
ম্যাচে কানাডিয়ান ফুটবলাররা ১৫টি ফাউল করেছেন যার মধ্যে পাঁচটিতে হলুদ কার্ডও দেখিয়েছেন রেফারি। অন্যদিকে চিলি আটটি ফাউল করলেও কোন হলুদ কার্ড দেখতে হয়নি।