গোল উৎসবের দিনে শীর্ষস্থান মজবুত করলো লিভারপুল

ইউরোপের সবচেয়ে জমজমাট লিগ হয় ফুটবলের জন্মস্থান ইংল্যান্ডে। এবারের ইংলিশ প্রিমিয়ার লিগে আর্সেনাল, সিটির সাথে শিরোপা লড়াইয়ে আছে লিভারপুলও। গতকাল রাতে লুটন টাউনের বিপক্ষে পিছিয়ে পড়েও গোল উৎসব করেছে তাঁরা।

ঘুরে দাঁড়ানো ম্যাচে লুটন টাউনকে ৪-১ গোলে হারিয়েছে লিভারপুল। এ জয়ে ৬০ পয়েন্ট নিয়ে প্রিমিয়ার লিগ টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করেছে ইয়ুর্গেন ক্লপের দল।

গতকাল খেলতে নামার আগ পর্যন্ত ২৫ ম্যাচ খেলে ৫৭ পয়েন্ট ছিলো লিভারপুলের। সমান ম্যাচ খেলে ম্যান সিটির পয়েন্ট ছিলো ৫৬ আর আর্সেনালের ৫৫। লুটন টাউনের বিপক্ষে ম্যাচ জিতে এক ম্যাচ বেশি খেলে সিটির চেয়ে ৪ আর আর্সেনালের চেয়ে ৫ পয়েন্টে এগিয়ে গেলো তাঁরা। তাই ইউরোপের শীর্ষ লিগগুলোর মধ্যে সবচেয়ে জমজমাট লড়াইটা যে ইংল্যান্ডেই হচ্ছে তা নিয়ে কোনো সন্দেহ নেই।

লিভারপুলের জয়ের দিন অবশ্য অ্যানফিল্ড গ্যালারিকে রীতিমত ভয় পাইয়ে দিয়েছিলো লুটন টাউন। টেবিলের একেবারে নিচে অবস্থান করা দলটার কাছে ১২ মিনিটেই গোল হজম করে বসে লিগ টেবিলের শীর্ষ দল। প্রথমার্ধে সমতাতেই ফিরতে পারেনি ক্লাবটি।

তবে স্বাগতিকদের একেবারে ভিন্ন চেহারায় দেখা যায় বিরতির পর। ১৫ মিনিটের মধ্যেই প্রতিপক্ষের জালে বল গড়ায় তিনবার। ম্যাচের শেষদিকে আরো একবার।

এদিন লাল জার্সি গায়ে গোল করেছেন ভার্জিল ফন ডাইক, কোডি গাকপো, লুইস দিয়াজ ও হার্ভি এলিয়ট।

Exit mobile version