গোল উৎসবের ম্যাচে জয় ডর্টমুন্ডের

ক্লাব বিশ্ব কাপ

গোলের পর সতীর্থদের আলিঙ্গনে বেলিংহাম

ক্লাব বিশ্ব কাপে দারুণ এক জয় পেয়েছে বরুশিয়া ডর্টমুন্ড। গতকাল রাতে টানটান উত্তেজনাপূর্ণ ম্যাচে তারা দক্ষিণ আফ্রিকার ক্লাব মামেলোদি সানডাউন্সকে ৪-৩ গোলে হারিয়েছে। দুর্ভাগ্য সানডাউন্সের। আগে গোল করেও তারা জয়ের দেখা পায়নি। এ জয়ের ফলে বরুশিয়া ডর্টমুন্ড দ্বিতীয় রাউন্ডের পথে অনেকটা এগিয়ে গেল।

‘এফ’ গ্রুপের এ ম্যাচে একাদশ মিনিটে পিছিয়ে পড়েছিল ডর্টমুন্ড। লুকাস রেবেইরো কস্তা সানডাউন্সকে এগিয়ে নেন। গোল হজম যেন ডর্টমুন্ডকে তাতিয়ে দেয়। একের পর এক বল তারা সানডাউন্সের জালে বল পাঠাতে থাক। প্রথমার্ধে তারা তিন গোল করে। ম্যাচের বয়স এক ঘন্টা হতে না হতেই এক হালি গোল করে তারা ৪-১ ব্যবধানে এগিয়ে যায়।

ব্যবধানটা স্বস্তিদায়ক হওয়ার পর গোল করায় বিরতি দেয় ডর্টমুন্ড। এই ফাঁকে সানডাউন্স ম্যাচে ফেরার চেষ্টা করে। দুটো গোলও পায় তারা।

এ ম্যাচে বরুশিয়া ডর্টমুন্ডে যোগ দেওয়া জুডে বেলিংহাম গোলের দেখা পেয়েছেন। দলের হয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেই গোল পেয়েছেন তিনি। ডর্টমুন্ডের হয়ে অন্য গোলগুলো করেন ফেলিক্স মেচা, সেরহু গুরাইসি। অন্যটি ছিল আত্মঘাতি।

ডর্টমুন্ডের জয়ের ফলে ‘এফ’ গ্রুপের লড়াই বেশ জমে উঠেছে। ডর্টমুন্ড ৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে। সানডাউন্সের অবস্থান তৃতীয় স্থানে। তাদের সংগ্রহ ৩ পয়েন্ট। ফ্লুমিনেজ ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে রয়েছে। তিন দলেরই একটা করে ম্যাচ বাকি। শেষ ম্যাচের ওপর নির্ভর করছে তাদের ভাগ্য।

Exit mobile version