অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ ফুটবলে গোল খরা দেখা দিয়েছে। শুরু হওয়ার পর প্রতিদিনই কোনো ম্যাচে গোল বন্যা দেখা দিলেও শনিবার ছিল ব্যতিক্রম। এ দিন একাধিক দল জয় পেলেও কোনো ম্যাচ গোল বন্যা হয়নি।
এদিন বুর্কিনা ফাসো ২-১ গোলে হারিয়েছে চেক প্রজাতন্ত্রকে। মালির বিপক্ষে অস্ট্রিয়া জয় পেয়েছে ৩-০ ব্যবধানে। যুক্তরাষ্ট্র তাজিকিস্তানকে ২-১ গোলে, একই ব্যবধানে প্যারাগুয়ে পানামাকে, ও আয়ারল্যান্ড উজবেকিস্তানকে হারিয়েছে। এছাড়া সৌদি আরব ৩-২ ব্যবধানে হারিয়েছে নিউজিল্যান্ডকে।
এছাড়া উগান্ডা-চিলি ১-১ গোলে এবং ফ্রান্স-কানাডা ম্যাচ গোলশূন্য ড্র হয়েছে।
আজ ‘এ’ গ্রুপের শেষ ম্যাচে বলিভিয়া-কাতার, ইতালি-দক্ষিন আফ্রিকা, ‘বি’ গ্রুপে পর্তুগাল-জাপান, মরক্কো-নিউ ক্যালেডোনিয়া, সেনেগাল-আরব আমিরাত, ক্রোয়েশিয়া-কোস্টারিকা, আর্জেন্টিনা-ফিজি ও বেলজিয়াম-তিউনিসিয়া মুখোমুখি হবে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











