সাফ অনুর্ধ্ব-১৯ ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশের সেমিফাইনাল আগেই নিশ্চিত হয়েছে আগেই। সেমিফাইনালের প্রতিপক্ষও নির্ধারিত হয়েছে। আগামী ১৬মে নেপালের বিপক্ষে মুখোমুখি হবে বাংলাদেশ। অন্য সেমিতে স্বাগতিক ভারত লড়বে মালদ্বীপের বিপক্ষে।
টুর্নামেন্টে বাংলাদেশ এ গ্রুপ প্রতিদ্বন্দ্বিতা করে। দুই ম্যাচ থেকে চার পয়েন্ট নিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলাদেশ। মালদ্বীপ ও ভুটানের ম্যাচ ২-২ গোলে ড্র হওয়ায় বাংলাদেশ ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনাল খেলা নিশ্চিত করে। মালদ্বীপ হয় রানার্সআপ।
অন্য গ্রুপে ভারত ৪-০ গোলে হারায় নেপালকে। দুই ম্যাচ থেকে ৬ পয়েন্ট নিয়ে ভারত গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। নেপাল হয়ে রানাস আপ। আগামী ১৮ মে ফাইনাল অনুষ্ঠিত হবে।