চার ম্যাচের চারটিতেই জয় নিয়ে নারী কোপা আমেরিকার সেমিফাইনালে পৌঁছেছে আর্জেন্টিনা। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইকুয়েডরকে তারা ২-০ গোলে হারিয়েছে। জয়ী দল উভয়ার্ধে একটি করে গোল করে। প্রথমার্ধে নুনেজ ও দ্বিতীয়ার্ধে বনসেগুনদো স্কোরশিটে নাম লেখান।
আর্জেন্টিনার পাশাপাশি ‘এ’ গ্রুপ থেকে সেমিফাইনালে উঠেছে উরুগুয়ে। শেষ ম্যাচে তারা চিলিকে ৩-০ গোলে হারিয়ে আর্জেন্টিনার সঙ্গী হয়েছে।
অন্য গ্রুপ থেকে এক ম্যাচ হাতে রেখেই সেমিফাইনাল খেলা নিশ্চিত করেছে ব্রাজিল। নারী কোপা আমেরিকায় অন্যতম সফল দলটির নাম এই ব্রাজিল। গ্রুপ পর্বের শেষ ম্যাচে আজ তারা কলাম্বিয়ার মুখোমুখি হবে। ‘বি’ গ্রুপের দল ব্রাজিল এরই মধ্যে তিন ম্যাচে মাঠে নেমে তিনটিতে জয় পেয়েছে।
নারী কোপা আমেরিকার এটি দশম আসর। গত ৯ আসরের সবচেয়ে সফল দল ব্রাজিল। ৯ আসরের আটটিতে তারা শিরোপা জয় করেছে। প্রথম চার আসরে টানা চারবার চ্যাম্পিয়ন হয় তারা। সর্বশেষ চার আসরেও চ্যাম্পিয়ন দল তারা। মাঝে একবারই শুধু আর্জেন্টিনা শিরোপা জয় করে।
আগামী ২৮ জুলাই প্রথম সেমিফাইনালে মাঠে নামবে আর্জেন্টিনা। ‘বি’ গ্রুপের রানার্স আপ দল তাদের মুখোমুখি হবে। তাদের প্রতিপক্ষ হওয়ার লড়াইয়ের রয়েছে কলম্বিয়া ও ভেনেজুয়েলা।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















