ঘরের মাঠে আবার পয়েন্ট হারালো ম্যানইউ

ইংলিশ প্রিমিয়ার লিগ

গোল হজমের পর ম্যানইউয়ের খেলোয়াড়রা

ম্যানচেস্টার ইউনাইটেডের দুঃসময়টা শেষই হচ্ছে না। ইংলিশ প্রিমিয়ার লিগে ওল্ড ট্রাফোর্ডে পয়েন্ট টেবিলের তলানিতে থাকা ওয়েস্ট হামের কাছে পয়েন্ট হারিয়েছে তারা। শেষ মুহুর্তের গোল হজম করে ১-১ গোলে ড্র করেছে।

একটা সময় ম্যানচেস্টার ইউনাইটেড মানে প্রতিপক্ষের আতঙ্ক। সেই সময়টা এখন অতীত। শক্তিশালী দল তো বটেই যে কোনো দল তাদের নিয়ে এখন ছেলেখেলা করে। যেমনটা করেছে ওয়েস্ট হাম ইউনাইটেড। রেলিগেশন আতঙ্কে রয়েছে দলটি। তারাই কিনা বৃহষ্পতিবার রাতে ম্যানইউয়ের পয়েন্টে ভাগ বসিয়েছে। ঘরের মাঠে আগের ম্যাচে তারা এভারটনের কাছে হেরে গিয়েছিল।

গোলশূন্য প্রথমার্ধের পর ডিওগো ডালোটের গোলে এগিয়ে গিয়েছিল ম্যানচেস্টার ইউনাইটে। এই গোল নিয়ে তারা জয়ের স্বপ্ন দেখছিল। সে পথেই ছিল। কিন্তু ৮৩ মিনিটে মাগাসার গোল ম্যানইউকে স্বস্তি নিয়ে মাঠ ছাড়তে দেয়নি। কর্নার থেকে উড়ে আসা বল ম্যানইউয়ের রক্ষণভাগ ক্লিয়ার করতে ব্যর্থ হলে সুযোগটা কাজে লাগান মাগাসা।

পয়েন্ট ভাগভাগির ফলে ১৪ ম্যাচ শেষে ম্যানইউয়ের সংগ্রহ ২২ পয়েন্ট। তাদের অবস্থান আটে। অন্যদিকে সমান ম্যাচ থেকে ১২ পয়েন্ট নিয়ে ওয়েস্ট হাম রয়েছে নিচের দিক থেকে তৃতীয় স্থানে। সমান ম্যাচ থেকে ৩৩ পয়েন্ট নিয়ে আর্সেনাল রয়েছে সবার উপরে। তাদেরকে অনুসরণ করে চলেছে ম্যানচেস্টার সিটি ও অ্যাস্টন ভিলা। তাদের পয়েন্ট যথাক্রমে ২৮ ও ২৭।

Exit mobile version