ইয়োহান ক্রুইফ স্টেডিয়ামে যেন ছিল বার্সেলোনার উৎসবের রাত। রোববার (২১ সেপ্টেম্বর) লা লিগার ম্যাচে গেতাফের বিপক্ষে শুরু থেকে শেষ পর্যন্ত আধিপত্য দেখিয়ে কাতালান ক্লাবটি জিতল ৩-০ গোলে। প্রথমার্ধে ফেরান তরেসের জোড়া গোলেই মূলত জয়ের ভিত্তি গড়ে ওঠে, এরপর দ্বিতীয়ার্ধে ব্যবধান বাড়ান দানি ওলমো।
লিগে টানা দ্বিতীয় ম্যাচে প্রতিপক্ষের জালে গোলের বন্যা বইয়ে দেওয়ার পাশাপাশি নিজেদের জাল অক্ষত রাখল বার্সা। শেষ দুই ম্যাচে হান্সি ফ্লিকের দল করেছে ৯ গোল, খেয়েছে শূন্য। এই জয়ে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের পয়েন্ট ব্যবধান কমে দাঁড়াল দুইয়ে। পাঁচ ম্যাচে চার জয় ও এক ড্র নিয়ে ১৩ পয়েন্ট নিয়ে দুইয়ে আছে বার্সেলোনা, সমান ম্যাচে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল।
গেতাফের বিপক্ষে পুরো ম্যাচে ৭১ শতাংশ সময় বল দখলে রেখে ১৬টি শট নেয় বার্সা, যার মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে অতিথিরা মাত্র ৩ বার শট নিতে পেরেছিল, তার মধ্যে ২টি অন টার্গেট। লামিনে ইয়ামালের চোটে অনুপস্থিতি খুব একটা টের পাওয়া যায়নি, কারণ শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবলে প্রতিপক্ষকে চেপে ধরে স্বাগতিকরা।
১৫ মিনিটেই প্রথম গোল পায় বার্সেলোনা। রাফিনহার পাস ধরে বক্সে ঢুকে ওলমোর ব্যাক-হিল ফ্লিকে বল পান তরেস, ছয় গজ বক্সের বাইরে থেকে সরাসরি শটে জাল খুঁজে নেন তিনি। এরপর ২৮ মিনিটে গোলের দারুণ সুযোগ নষ্ট করেন রবার্ট লেভানদোভস্কি, কাছ থেকে নেওয়া ভলি লক্ষ্যে রাখতে পারেননি এই পোলিশ স্ট্রাইকার।
তবে ৩৪তম মিনিটে আবারও গোল পেয়ে যান ফেরান তরেস। রাফিনহার পাস থেকে বক্সের বাইরে জোরাল শট নিয়ে এগিয়ে আসা গোলরক্ষককে পরাস্ত করেন তিনি। বিরতির আগে হ্যাটট্রিকের সুযোগও তৈরি হয়েছিল তরেসের সামনে, কিন্তু পেদ্রির থ্রু বল ধরে নেওয়া তার শট ক্রসবারে লাগে।
৩-০ গোলের এই সাফল্যে বার্সেলোনা শুধু পয়েন্ট তালিকায় রিয়ালকে আরও কাছে আনল না, শিরোপা দৌড়কেও করল আরও উত্তেজনাপূর্ণ।
