ইউরো অঞ্চলের বিশ্বকাপ বাছাইয়ে প্রথম ম্যাচে হারের পর ঘুরে দাঁড়িয়েছে জার্মানি। রোববার রাতে নিজেদের মাঠের খেলায় তারা নর্দার্ন আয়ারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়েছে। সার্জে ন্যাবরি, নাদিয়েম আমিরি ও ফ্লোরিয়ান উইর্টজ গোল করেছেন। ব্যবধান কমান ইসাক প্রাইস।
এ জয়ের ফলে জার্মানির পয়েন্ট ভান্ডারে ৩ পয়েন্ট জমা হয়েছে। পয়েন্ট টেবিলে তারা তিন নম্বরে। টানা দুই ম্যাচের জয়ে ৬ পয়েন্ট নিয়ে স্লোভাকিয়া নেতৃত্বে। নর্দার্ন আয়ারল্যান্ডের পয়েন্ট ৩। তবে তারা জার্মানিকে পেছনে ফেলেছে। সবার নিচে লুক্সেমবার্গ। তাদের ভান্ডার শূন্য।
সপ্তম মিনিটে সার্জে ন্যাবরির গোল জার্মানিকে এগিয়ে নেয়। কিন্তু বিরতির আগে সেই গোল ফিরিয়ে জার্মানির সমর্থকদের বড় উদ্বেগের মাঝে ঠেলে দিয়েছিলেন ইসাক প্রাইস। ১-১ গোলে প্রথমার্ধ শেষ হওয়ার পর দ্বিতীয়ার্ধের লম্বা একটা সময় পর্যন্ত সেই উদ্বেগকে সঙ্গী করে এগুতে হয়েছে জার্মানিকে। অবশেষে দুই বদলি খেলোয়াড় নাদিয়েম আমিরি ও ফ্লোরিয়ান উইর্টজ সব পাল্টে দেন। দূর করেন সব উদ্বেগ। মাত্র তিন মিনিটের ব্যবধানে তারা দুইবার আয়ারল্যান্ডের জালে বল ফেলেন। ৬৯ মিনিটে আমিরি ও ৭২ মিনিটে উইর্টজ। আর তাতেই জয় ধরা দেয় জার্মানির হাতে।
গ্রুপের অন্য ম্যাচে স্লোভাকিয়া ১-০ গোলে লুক্সেমবার্গকে হারায়। স্লোভাকিয়ার এটা টানা দ্বিতীয় জয়।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















