লা লিগায় সবশেষ ম্যাচে শেষ মুহূর্তে জয় বঞ্চিত হয় রিয়াল মাদ্রিদ। ভিয়ারিয়ালের বিপক্ষে দাপুটে ফুটবল উপহার দিতে পারেনি দলটি। তবে সান্তিয়াগো বের্নাবেউয়ে শনিবার রাতে ঘরোয়া লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে রিয়াল। ম্যাচে ভালভারদে দলকে এগিয়ে নেওয়ার পর ব্যবধান বাড়ান ভিনিসিউস।
এর আগে গত সপ্তাহে আতলেতিকো মাদ্রিদের মাঠে ১-১ ড্র করার পর। চ্যাম্পিয়ন্স লিগে লিলের বিপক্ষে ১-০ গোলে হারে রিয়াল। হতাশাকে পেছনে ফেলে এবার কাঙ্ক্ষিত জয় পেয়েছে।
ম্যাচের ১৪ মিনিটে প্রথম গোলের দেখা মেলে। লুকা মদ্রিচের ক্রস ধরে অনেক দূর থেকে বুলেট গতির শট নেন উরুগুয়ের মিডফিল্ডার ভালভেরদে। এরপর খেলার ৭৩তম মিনিটে ভিনিসিউসের জোরাল শটে বল ওপরের কোণা দিয়ে জালে জড়ায়। এ জয়ে ৯ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে লিগ টেবিলে বার্সার পাশে বসেছে রিয়াল।