চিলিকে উড়িয়ে শেষ আটে মেক্সিকো

অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবল

স্বাগতিক চিলিকে উড়িয়ে অনূর্ধ্ব-২০ বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে উঠেছে মেক্সিকো। মঙ্গলবার রাতে তারা স্বাগতিক দলকে ৪-১ গোলে হারিয়েছে।

‘সি’ গ্রুপ থেকে রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠে আসা মেক্সিকো এদিন পুরো ম্যাচেই দাপুটে খেলা উপহার দিয়েছে। তবে জোর প্রতিদ্বন্দ্বিতা ঠিকই গড়ে তুলেছিল স্বাগতিক দল। বিশেষ করে প্রথমার্ধে। ফলে এ সময়ে মেক্সিকোর একবারের বেশি চিলির জালে বল পাঠাতে পারেনি। ২৬ মিনিটে জিমেনেজের করা গোল সঙ্গী করে তারা বিরতিতে যায়।

বিরতির পর স্বাগতিক দর্শকের হতাশায় ডোবান ফিমবার্স ও ক্যাম্বেরস। ক্যাম্বেরস জোড়া গোল করেন। মাত্র ছয় মিনিটের ব্যবধানে ৮০ ও ৮৬ মিনিটে গোল দুটো করেন তিনি। তার আগে ৬৭ মিনিটে দলের হয়ে দ্বিতীয় গোল করেন ফিমবার্স। ম্যাচের শেষ মুহুর্তে ব্যবধান কমান রোসেল।

কোয়ার্টার ফাইনালে মেক্সিকোর প্রতিপক্ষ এখনো নির্ধারিত হয়নি। তারা আর্জেন্টিনা ও নাইজেরিয়ার মধ্যকার ম্যাচে জয়ী দলের মুখোমুখি হবে। আর্জেন্টিনা ‘সি’ গ্রুপে শতভাগ জয় নিয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে। আর নাইজেরিয়া তিন ম্যাচের একটিতে জয়, একটি হার ও একটি ড্রতে ৪ পয়েণ্ট নিয়ে তৃতীয় হয়ে দ্বিতীয় রাউন্ডে উঠেছে।

Exit mobile version