রাউন্ড অফ সিক্সটিনে জায়গা করে নিতে চেক রিপাবলিকের বিপক্ষে গ্রুপের শেষ ম্যাচ ড্র করলেই চলতো তুরস্কের। বিপরীতে পরের রাউন্ডে যেতে জয়ের বিকল্প ছিলো না চেকদের। সেই ম্যাচে চেক রিপাবলিক এতোটাই মরীয়া ছিলো যে দলটার দুই জন ফুটবলার লাল কার্ড দেখেছেন। ম্যাচে ২-১ গোলে জয় তুলে নিয়ে গ্রুপ রানার্স আপ হয়ে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়া তুরস্ক এবার মুখোমুখি হবে ডি গ্রুপের চ্যাম্পিয়ন অস্ট্রিয়ার।
হামবুর্গে বাংলাদেশ সময় বুধবার রাত একটায় এফ গ্রুপের শেষ রাউন্ডের ম্যাচে মুখোমুখি হওয়া ম্যাচে ২০ মিনিটেই ১০ জনের দলে পরিণত হয় চেক রিপাবলিক। বিরতির পর ৫১তম মিনিটে হাকান কালহানোগলুর গোলে লিড নেয় পর্তুগাল। এর ১৫ মিনিট পর টমাস সুচেকের গোলে সমতায় ফিরেও শেষ রক্ষা হয়নি চেকদের।
ম্যাচের একেবারে শেষ দিকে যোগ করা সময়ের চতুর্থ মিনিটে জেঙ্ক তুসোন গোল করে তুরস্কের জয় নিশ্চিত করেন। এই অবস্থায় চেক রিপাবলিকের ফুটবলাররা মরীয়া হয়ে খেলতে থাকে। যোগ করা সময়ের ৮ম মিনিটে টমাস চরি লাল কার্ড দেখেন।
তুরস্ক তাদের প্রথম ম্যাচে জর্জিয়াকে ৩-১ গোলে পরাজিত করে। দ্বিতীয় ম্যাচে অবশ্য ৩-০ গোলের বড় ব্যবধানে পর্তুগালের কাছে হেরে যায়। শেষ ম্যাচে এসে চেক রিপাবলিককে হারালো ২-১ গোলে। এখন রাউন্ড অফ সিক্সটিনে তাদের বড় পরীক্ষাই দিতে হবে অস্ট্রিয়ার বিপক্ষে।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩

















