শিরোপা জয়ের সম্ভাবনা তেমন নেই বললেই চলে। লিভারপুল আর আর্সেনালের দাপটে নাজুক অবস্থা ম্যানচেস্টার সিটির। একের পর এক ম্যাচে পয়েন্ট হারানোয় ম্যানসিটি শিরোপা লড়াই থেকে অনেকটা ছিটকে গেছে। তবে শনিবার রাতে প্রিমিয়ার লিগে নিজেদের মাঠে দারুণ এক জয় পেয়েছে দলটি। পিছিয়ে পড়ার পর চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে। এ জয়ের ফলে পয়েন্ট টেবিলে বড় ধরণের উন্নতি হয়েছে বর্তমান চ্যাম্পিয়নদের।
২৩ ম্যাচ শেষে ৪১ পয়েন্ট নিয়ে ম্যানসিটি বর্তমানে চতুর্থ স্থানে উঠে এসেছে। সমান ম্যাচে চেলসির পয়েন্ট ৪০। তারা নেমে গেছে ষষ্ঠ স্থানে। প্রিমিয়ার লিগে বর্তমানে লিভারপুল ৫৩ পয়েন্ট নিয়ে নেতৃত্ব দিচ্ছে। ৪৭ পয়েন্ট নিয়ে তাদের অনুসরণ করে চলেছে আর্সেনাল।
স্বস্তির জয় পেলেও গুরুত্বপূর্ণ এ ম্যাচে ম্যানসিটির শুরুটা ছিল যথেষ্ঠ বিব্রতকর। দলে নতুন যোগ দেওয়া আব্দুকোদির খুসানভ দলকে ম্যাচের শুরুতে ভয়ানক এক ভুল করে বসেছিলেন। তাতেই চেলসি ম্যাচের তৃতীয় মিনিটে পেয়ে যায় গোল। তবে ইওসকো গাভারদিওল, আর্লিং হালান্ড ও ফিল ফোডেনের গোলে এ যাত্রায় রক্ষা পায় ম্যানসিটি। চ্যাম্পিয়ন্স লিগে প্যারিস সেন্ত জার্মেইয়ের কাছে হারের তিক্ত স্মৃতি কিছুটা হলেও ভুলতে পেরেছে।
ফ্রেঞ্চ ক্লাব লেন্স থেকে এ সপ্তাহে ম্যানসিটিতে যোগ দিয়েছেন খুসানভ। তার ভুলের কারণেই সুযোগ পেয়ে নোনি মাদুয়েকে চেলসিকে এগিয়ে নিয়েছিলেন। পরের মিনিটেই আবার ভুল করে বসেন খুসানভ। এবার গোল হজম করতে হয়নি, তবে দেখতে হয়েছে হলুদ কাড। কোল পালমারকে অবৈধভাবে বাধা দিয়েছিলেন। তাকে নিয়ে কোচ আর দুঃসাহস দেখাননি। দ্বিতীয়ার্ধে তাকে মাঠ থেকে তুলে নেন।
বিরতির বাঁশি বাজার আগেই ইওসকো গাভারদিওলের গোলে ম্যানসিটি সমতা ফিরিয়ে আনেন। ৬৮ মিনিটের সময় হালান্ড করে দলকে এগিয়ে নেন। আর ফিল ফোডেন গোল করেন ৮৭ মিনিটে। তিন গোলে ম্যানসিটির তিন পয়েন্ট পাওয়া নিশ্চিত হয়।