চেলসিকে উড়িয়ে দুর্দান্ত শুরু সিটির

ইংলিশ ফুটবল

ইংলিশ প্রিমিয়ার লিগে চেলসিকে উড়িয়ে দুর্দান্ত শুরু সিটির। রোববার রাতে স্ট্যামফোর্ড ব্রিজে প্রিমিয়ার লিগের ম্যাচটি ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল।

লিগের গত আসরে এই মাঠেই রোমাঞ্চে ঠাসা এক লড়াই উপহার দিয়েছিল দল দুটি। পালাবদলের ম্যাচটি শেষ পর্যন্ত হয়েছিল ৪-৪ গোলে ড্র। তাদের ফিরতি লেগও রয়ে যায় অমীমাংসিত, ১-১ গোলে। দাপটের সঙ্গেই সেই ধারা ভেঙে দিল প্রথম দল হিসেবে প্রিমিয়ার লিগে টানা চারবার চ্যাম্পিয়ন হওয়া সিটি।

এ ম্যাচে দারুণ নৈপুণ্যে পথ দেখালেন আর্লিং হলান্ড। শেষ দিকে চমৎকার গোলে দলকে ঠিকানায় পৌঁছে দিলেন মাতেও কোভাচিচ। পথচলার শুরুতেই চেলসির মতো বড় দলের বিপক্ষে জয়। লিগ শিরোপা ধরে রাখার অভিযানের সূচনাটা দুর্দান্ত করল ম্যানচেস্টার সিটি।

Exit mobile version