চেলসিকে বড় ব্যবধানে হারিয়ে পরের রাউন্ডে ব্রাজিলের ফ্লামেঙ্গো

ফিফা ক্লাব বিশ্বকাপ

ফিফা ক্লাব বিশ্বকাপে গ্রুপ পর্বের দ্বিতীয় রাউন্ডের খেলা চলছে। এই পর্যায়ে দারুণভাবে জমে উঠেছে দলগুলোর লড়াই। ইংলিশ ক্লাব চেলসিকে হারিয়ে ডি-গ্রুপের প্রথম দল হিসেবে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নিয়েছে ব্রাজিলের ক্লাবে ফ্লামেঙ্গো। ম্যাচে শুরুতে গোল করলেই পরে তিন গোল হজম করে ব্লুজরা। এমনকি ম্যাচের ৬৮ মিনিটে লাল কার্ড দেখতে হয় চেলসির সেনেগালিস স্ট্রাইকার নিকোলাস জ্যাকসনকে।

ফিলাডেলফিয়ার লিংকন ফিন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের ১৩তম মিনিটেই লিড নেয় চেলসি। দ্বিতীয়ার্ধে তিন মিনিটের ঝড়ে জোড়া গোল তুলে নেয় ফ্লামেঙ্গা। ৬২তম মিনিটে ব্রুনো হেনরিকসের গোলের পর ৬৫তম মিনিটে দানিলো স্কোর শিটে নাম তোলেন।

পিছিয়ে পড়ে আক্রমণের ধারা বাড়াতে গিয়ে উল্টো বিপদ ডেকে আনে চেলসি। স্ট্রাইকার নিকোলাস জানসেন সরাসরি লাল কার্ড দেখে মাঠ থেকে বিতাড়িত হন।

এক খেলোয়াড় কম নিয়ে চেলসির পক্ষে আর ম্যাচে ফেরা সম্ভব হয়নি। ম্যাচের ৮৩তম মিনিটে ওয়ালেস ইয়ান গোল করে ফ্লামেঙ্গোর জয় নিশ্চিত করেন।

ডি গ্রুপে টানা দুই জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে ফ্লামেঙ্গো। তিন পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে চেলসি। প্রথম ম্যাচে তারা লস অ্যাঞ্জেলেস এফসিকে ২-০ গোলে পরাজিত করেছিলো।

এদিকে, ফ্লামেঙ্গোর কাছে প্রথম ম্যাচে ২-০ গোলে হারলেও আজ লস অ্যাঞ্জেলেস এফসিকে ১-০ গোলে হারিয়ে চেলসির সমান তিন পয়েন্ট তুলে নিয়েছে তিউনিসিয়ার ক্লাব ইএস তিউনিস। গোল পড়ে পিছিয়ে টেবিলের তিনে অবস্থান করছে ইএস তিউনিস।

গ্রুপের শেষ ম্যাচে আগামী ২৫ জুন বাংলাদেশ সময় সকাল ৭টায় পরষ্পরের মুখোমুখি হবে চেলসি ও ইএস তিউনিস। ওই ম্যাচে চেলসির প্রয়োজন ড্র। আর পরের রাউন্ডে যেতে জয়ের বিকল্প নেই তিউনিসের।

Exit mobile version