চেলসিকে হতবাক করে জয় ম্যানসিটির

উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগ

গোলের পর ম্যানসিটির খেলোয়াড়রা

উয়েফা নারী চ্যাম্পিয়ন্স লিগে কোয়ার্টার ফাইনালের প্রথমে লেগে হেরে গেছে চেলসি। অ্যাওয়েতে অনুষ্ঠিত প্রথম লেগের ম্যাচে তাদেরকে ২-০ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। জয়ী দলের হয়ে উভয় গোলই করেছেন ভিভিয়ানে মিয়েডেমা। উভয় গোল হয় দ্বিতীয়ার্ধে।

চেলসির জন্য এই হার বড় আঘাত। উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে এটাই চেলসির প্রথম হার। এর আগে তারা মাত্র দুই ম্যাচে পয়েন্ট হারিয়েছে। উভয় ম্যাচে তারা ড্র করেছিল। এই হার চেলসির সেমিফাইনাল খেলার সম্ভাবনাকে কঠিন পথে ঠেলে দিয়েছে।

ম্যানচেস্টার সিটির জন্য এটা এক বিশাল জয়। সে সঙ্গে দারুণ এক প্রতিশোধ। মাত্র ১৩ দিন আগে প্রাইড পার্কে অনুষ্ঠিত লিগ কাপে ম্যানসিটিকে হারিয়ে লিগ কাপ জয় করেছিল চেলসি। ফলে প্রতিশোধের অপেক্ষায় ছিল ম্যানসিটি। কাজটা মোটেও সহজ ছিল না তাদের জন্য। কেননা ইনজুরির কারণে দলের দুই তারকা অ্যালেক্স গ্রিনউড ও লরেন হেম্প মাঠের বাইরে ছিলেন।

তবে দ্বিতীয়ার্ধে বদলি খেলোয়াড় হিসেবে মাঠে এসে খেলার চিত্র পালটে দেন ভিভিয়ানে মিয়েডেমা। ৬০ মিনিটে প্রথম গোল করেন তিনি। ম্যাচে যখন ফেরার আশায় লড়াই করে যাচ্ছে তখন ভিভিয়ানে মিয়েডেমা আরো এক গোল করে চেলসিকে হতাশায় ডোবান। ৮৮ মিনিটে দ্বিতীয় গোল করেন তিনি।

গোলের পর ম্যানসিটির খেলোয়াড়রা

Exit mobile version