বছরের শেষ সময়ে দারুণ এক জয় পেয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসি । বুধবার রাতে নিজেদের মাঠের খেলায় ক্রিস্টাল প্যালেসকে ২-১ গোলে হারায় ব্লুজরা। ১৯ ম্যাচে এটি তাদের সপ্তম জয়।
চেলসির নাটকীয় জয়ে ছিল ভাগ্যের ছোঁয়া। ৮৯ মিনিটে পেনাল্টি থেকে তারা জয়সূচক গোল পায়। বদলি খেলোয়াড় নোনি মাদুকে পেনাল্টি থেকে গোল করে দলের জয় এনে দেন।
ক্রিস্টাল প্যালেসের এবেরেসি ইজে চেলসির মাদুকে অবৈধভাবে বাধা দিয়ে ফেলে দেন। সঙ্গে সঙ্গে রেফারি মাইকেল সালিসবুলি ভিএআর চেক করেন। সেখানে দেখে তিনি পেনাল্টির সিদ্ধান্ত দেন। মাদুকে গোল করে পুরো পয়েন্ট নিশ্চিত করেন।
ক্রিস্টাল প্যালেসের মাইকেল ওলিসে ম্যাচে দারুণ দক্ষতা দেখান। ১৩ মিনিটে মাইখাইলো মুর্দিকের গোলে লিড নেয়ে চেলসি। বিরতিতে যাওয়ার আগ মুহুর্তে মাইকেল ওলিসে সফরকারীদের সমতায় ফেরান।
খেল যখন ড্র এর দিকে গড়াচ্ছিলো তখনই দলের পক্ষে জয়সূচক গোল পান নোনি মাদুক।
ম্যাচ শেষে মাদুকে বলেন, ক্রিস্টাল প্যালেস দারুণ খেলেছে। তাদের দলে বেশ কয়েকজন ভালো খেলোয়াড় রয়েছে। তাদের রক্ষণভাগ আমাদের কাজটা সত্যিই কঠিন করে তুলেছিল। তবে আমরা ভালো খেলেছি, যোগ্য দল হিসেবে জয় পেয়েছি।’
