আর্সেনাল, ইংল্যান্ডের নর্থ লন্ডন অঞ্চলের ক্লাব। যার জন্ম ১৩৮ বছর আগে অর্থাৎ ১৮৮৬ সালের ১ ডিসেম্বর। যাদের ঝুড়িতে আছে ১৩টি প্রিমিয়ার লীগ টাইটেল। অন্যদিকে, ওয়েস্ট লন্ডনের ক্লাব চেলসি’র যাত্রা শুরু ১১৯ বছর আগে অর্থাৎ ১০ মার্চ, ১৯০৫ সালে। যাদের অর্জন সর্বসাকুল্লে ৬টি প্রিমিয়ার লীগ।
ক্লাবের জন্মসাল আলাদা হলেও তারা যেন যমজ ভাই। এক চমৎকার কাকতালীয় ঘটনার জন্ম দিয়েছে এই দুই ক্লাব। চলমান ২০২৪-২০২৫ সালের প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলে চেলসি ও আর্সেনালের পয়েন্ট সমান। দুই দলই খেলেছে সমপরিমাণ ম্যাচ।
লীগের তথ্যমতে, চেলসি ও আর্সেনাল এখন পর্যন্ত খেলেছে ১৩টি ম্যাচ। দুই দলই জয়ী হয়েছে ৭ ম্যাচে। হেরেছে ২ ম্যাচ। ড্র করেছে ৪ ম্যাচে। উভয় দল ১৩ ম্যাচে গোল করেছে ২৬টি, গোল হজম করেছে ১৪টি করে। তাদের মোট গোল ব্যবধান ১২। সব মিলিয়ে চেলসি ও আর্সেনালের পয়েন্ট সমান, মানে ২৫।
সব কিছু এক হওয়ার কারণে কে যাবে পয়েন্ট টেবিলের শীর্ষে ? প্রিমিয়ার লীগের নিয়ম অনুযায়ী সবকিছু সমান হওয়ার কারণে বাড়তি সুবিধা পাচ্ছে আর্সেনাল। কারণ ইংরেজি বর্ণের ক্রম অনুযায়ী আর্সেনালের নাম আগে আসে তাই পয়েন্ট টেবিলের শীর্ষে চেলসির বদলে আর্সেনালকেই আগে জায়গা দিতে হল লীগ কর্তৃপক্ষের। প্রিমিয়ার লীগের পয়েন্ট টেবিলের শীর্ষে আছে লিভারপুল। দুইয়ে আর্সেনাল, তিনে আছে চেলসি।