ইংলিশ প্রিমিয়ার লিগে রেলিগেশনের পরে নতুন মৌসুমে চ্যাম্পিয়নশিপে খেলছে লেস্টার সিটি। ২০২৫/২৬ মৌসুমের প্রথম ম্যাচেই শেফিল্ড ওয়েডনেসডেকে ২-১ গোলে হারিয়ে দারুণ সূচনা করল হামজা চৌধুরীর দল, যদিও এই ম্যাচে তিনি মাঠে নামেননি।
রোববার (১০ আগস্ট) নিজেদের মাঠে ম্যাচের শুরু থেকেই কিছুটা চাপে পড়ে লেস্টার। আক্রমণাত্মক খেলা চালিয়ে যাওয়া শেফিল্ড ওয়েডনেসডে ২৬তম মিনিটে লিড নেয়—নাথানিয়েল চ্যালোবাহের শট লেস্টারের গোলরক্ষক ঠেকাতে ব্যর্থ হলে বল জালে জড়িয়ে যায়।
গোল হজমের পর লেস্টার ধীরে ধীরে ম্যাচে ফিরে আসে। তবে শেফিল্ড ওয়েডনেসডের গোলরক্ষক পিয়ার্স চার্লস একাধিক দুর্দান্ত সেভে সমতা ফিরতে দেননি। অবশেষে ৫৪ মিনিটে ইয়ানিক ভেস্টারগার্ড কাছ থেকে গোল করে স্কোরলাইন ১-১ করেন।
এরপর খেলায় প্রভাব বিস্তার করে লেস্টার সিটি। ৭৬তম মিনিটে শেফিল্ডের অধিনায়ক ব্যারি বানান দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়লে তারা দশজনের দলে পরিণত হয়। সংখ্যাগত সুবিধা কাজে লাগিয়ে ৮৭ মিনিটে ওয়াউট ফায়েস কর্নার থেকে হেডে গোল করে ২-১ ব্যবধান নিশ্চিত করেন।
সাইড বেঞ্চে থাকলেও নতুন কোচ মার্তি সিফুয়েন্তেস হামজা চৌধুরীকে এই ম্যাচে ব্যবহার করেননি। তবে মৌসুমের শুরুটা লেস্টারের জন্য আশাব্যঞ্জক হলো। তাদের লক্ষ্য থাকবে এই মৌসুম পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে চ্যাম্পিয়নশিপ শেষ করে আবার পরবর্তী সিজনে প্রিমিয়ার লিগে খেলা।
