অন্য যেকোনো বারের চেয়ে চ্যাম্পিয়নস লিগের এবারের আসর পুরোপুরি আলাদা। আগের মতো গ্রুপপর্ব নয়, এবার খেলা হবে রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে। যার ফলে বেড়েছে অংশগ্রহনকারী দলগুলোর ম্যাচের সংখ্যা। এত ম্যাচ খেলাকে অসহনীয় মনে করছেন ইংলিশ ক্লাব লিভারপুল এফসির গোলরক্ষক অ্যালিসন বেকার।
বিষয়টি নিয়ে রীতিমত ক্ষোভ ঝেড়েছেন অ্যালিসন। এই বিষয়ে এক সাক্ষাৎকারে অ্যালিসন বলেন, ‘বাড়তি ম্যাচ যোগ করা নিয়ে খেলোয়াড়েরা কী ভাবছে, তা নিয়ে তো কেউ কিছু জিজ্ঞাসা করে না। মনে হয় আমাদের মতামতের কোনো মূল্য নেই। তবে সবাই জানে আমরা বাড়তি ম্যাচ নিয়ে কী ভাবছি। এ নিয়ে বলতে বলতে আমরা ক্লান্ত।’
অ্যালিসন আরও যোগ করেন, ‘আমরা জানি এখানে সংবাদমাধ্যম, টিভি, উয়েফা, ফিফা, প্রিমিয়ার লিগ ও অন্যান্য প্রতিযোগিতাগুলোর নিজস্ব ভাবনা চিন্তা আছে। আমরা তো নির্বোধ নই। আমরা এটাও জানি, মানুষ বেশি বেশি ম্যাচ দেখতে চায়। তবে যারা সূচি বানান, তাদের দরকার ছিল খেলোয়াড়সহ সব পক্ষের সঙ্গে বসে কথা বলা। ক্লান্ত হয়ে গেলে তো আপনি নিজের সেরাটা দিতে পারবেন না। আমি তো সব ম্যাচেই নিজের সেরাটা দিতে চাই।’