চ্যাম্পিয়ন্স ট্রফির ভাগ্য নির্ধারিত হতে পারে আজই। আইসিসির নতুন চেয়ারম্যান জয় শাহের মধ্যস্থতায় জটিলতা অবসান হতে যাচ্ছে বলে ভারতের সংবাদমাধ্যম দাবি করেছে। আজ শনিবার আইসিসির শীর্ষ কর্মকর্তারা পাকিস্তান ক্রিকেট বোর্ডের চেয়ারম্যান মহসিন নাকভির সঙ্গে ভার্চুয়াল বৈঠক করবেন। এ বৈঠকে মূলত আনুষ্ঠানিক ঘোষণ দেওয়া হবে।
আইসিসি ট্রফির আয়োজক পাকিস্তান। কিন্তু সেখানে গিয়ে খেলতে রাজি নয় ভারত। হাইব্রিড পদ্ধতি অর্থাৎ টুর্নামেন্টের সব খেলা পাকিস্তানে হলেও ভারতের ম্যাচগুলো তৃতীয় কোনো দেশে হবে। কিন্তু ভারতের এ প্রস্তাবে রাজি হয়নি পাকিস্তান।
পাকিস্তান অবশ্য আগেই জানিয়েছিল একটি শর্তে তারা হাইব্রিড মডেলে রাজি। আর তা হচ্ছে ভারতে অনুষ্ঠেয় আইসিসির সব টুর্নামেন্টে পাকিস্তানের ক্ষেত্রেও হাইব্রিড মডেলের ব্যবস্থা থাকতে হবে। শেষ পর্যন্ত পাকিস্তানের এই প্রস্তাব ভারত ও আইসিসি সম্মত হয়েছে।
হাইব্রিড মডেলের কারণে একদিনের নারী বিশ্বকাপে খেলতে পাকিস্তান দল ভারতে আসবে না। ২০২৬ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের ম্যাচগুলো শ্রীলঙ্কা হবে। এ ক্ষেত্রে অবশ্য হাইব্রিড মডেল বলা যাবে না। কেননা টুর্নামেন্টে শ্রীলঙ্কা সহআয়োজক।