চ্যাম্পিয়ন্স লিগে প্লে অফে কঠিন প্রতিপক্ষ পেয়েছে সাবেক চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি। প্লে অফে তারা রেকর্ড ১৫বারের চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে। অন্যদিকে বায়ার্ন মিউনিখ প্লে অফে প্রতিপক্ষ হিসেবে পেয়েছে সেলটিককে।
২০২৩ সালের চ্যাম্পিয়ন ম্যানসিটি আগামী ১১ ফেব্রুয়ারি ইত্তিহাদ স্টেডিয়ামে রিয়াল মাদ্রিদকে আতিথেয়তা দেবে। আটদিন পর ১৯ ফেব্রুয়ারি ফিরতি লেগে তারা মাদ্রিদ সফর করবে। অন্যদিকে সেলটিক ১২ ফেব্রুয়ারি বায়ার্ন মিউনিখকে আতিথেয়তা দেবে। ১৮ ফেব্রুয়ারিতে ফিরতি লেগে মুখোমুখি হবে তারা।
এছাড়া অন্য প্লে অফে এসি মিলান ফেয়েনুর্ডকে, বেনফিকা মোনাকোকে, বরুশিয়া ডর্টমুন্ড স্পোর্টিং লিসবনকে, জুভেন্টাস পিএসভি আইন্দহোফেনকে এবং প্যারিস সেন্ত জার্মেই ব্রেস্টকে মোকাবেলা করবে।
শেষ ষোলোর লড়াইটা কেমন হবে তার একটা ছবি এখনই অনেকটা পরিস্কার হয়ে গেছে। ম্যানসিটি বা রিয়াল মাদ্রিদ যেই শেষ ষোলোতে পৌঁছাক না কেন তাদের জন্য অপেক্ষায় আছে লেভারকুজেন বা আতলেতিকো মাদ্রিদ। সেলটিক ও বায়ার্ন মিউনিখের যে কেউ এ দুই দলের মুখোমুখি হতে পারে।
প্লে অফ শেষে আগামী ২১ ফেব্রুয়ারি শেষ ষোলোর ড্র হবে।