চ্যাম্পিয়ন্স লিগের সর্বোচ্চ গোলের তালিকায় ষষ্ঠ স্থানে এমবাপ্পে

চ্যাম্পিয়ন্স লিগ

রিয়াল মাদ্রিদে নতুন মৌসুমে উড়ছেন কিলিয়ান এমবাপ্পে। চ্যাম্পিয়ন্স লিগে এ মৌসুমে দুই ম্যাচে মাঠে নেমে একটাতে হ্যাটট্রিক করেছেন। দুই ম্যাচে তার গোল চার। এই চার গোল করে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে সর্বকালের সর্বোচ্চ গোলদাতার তালিকায় বড় লাফ দিয়েছেনি তনি। ৮৯ ম্যচে তার গোল সংখ্যা ৬০। এ মৌসুমে চার গোল করে তিনি সর্বোচ্চ গোলদাতার তালিকায় ষষ্ঠ স্থানে উঠে এসেছেন।

মৌসুম শুরুর আগে ৫৬ গোল নিয়ে রুদ ফন নিস্তেলয়ের সঙ্গে ছিলেন। ৭৩ ম্যাচে ৫৬ গোল করেছেন নিস্তেলরয়। চার গোল করে নিস্তেলরয় ও ৫৭ গোল করা থমাস মুলারকে পেছনে ফেলেছেন তিনি। এখন শুধু সামনে এগিয়ে যাওয়ার পালা।

৮৯ ম্যাচে ৬০ গোল করা এমবাপ্পের সামনে এখন রাউল গঞ্জালেস, করিম বেনজেমা, রবার্ট লেফানদোভস্কি, লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনালদো। গঞ্জালেসের গোলের সংখ্যা ১৪২ ম্যাচে ৭১। চতুর্থ স্থানে থাকা করিম বেনজেমার গোল ১৫২ ম্যাচে ৯০। লেফানদোভস্কি ১৩৪ ম্যাচে ১০৫ গোল নিয়ে আছেন তৃতীয় স্থানে। আর দ্বিতীয় স্থানে থাকা মেসি করেছেন ১৬৩ ম্যাচে ১২৯ গোল। সবার ওপরে থাকা রোনালদোর গোলের সংখ্যা ১৮৩ ম্যাচে ১৪০ গোল। রোনালদো ও মেসি এখনো পর্যন্ত মাঠে থাকলেও তাদের গোল সংখ্যা বাড়ার আর কোনো সুযোগ নেই। কেননা তারা ভিন্ন লিগে খেলছেন। যেখান থেকে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ নেই।

Exit mobile version