চ্যাম্পিয়ন্স লিগে কষ্টের জয় পেয়েছে আর্সেনালের। মঙ্গলবার রাতে এমিরেটস স্টেডিয়ামে চ্যাম্পিয়ন্স লিগের ম্যাচে ইউক্রেইনের ক্লাবটিকে ১-০ গোলে হারায় আর্সেনাল। ম্যাচের প্রথমার্ধে আত্মঘাতী গোল করেছেন সফরকারী গোলরক্ষক।
তবে এই এই ম্যাচের শুরু থেকেই আক্রমণে আধিপত্য বিস্তার করে খেলেছে আর্সেনাল। খেলায় গোলের সুযোগও পেল তারা অনেক। কিন্তু তাদের বেশিরভাগ শটই লক্ষ্যভ্রষ্ট হয়েছে। এমনকি ম্যাচে পেনাল্টি থেকে গোল করার সুযোগ কাজে লাগাতে ব্যর্থ হলেন লেয়ান্দ্রো ত্রোসার।
অবশেষে ভাগ্যের ছোঁয়ায় শাখতার দোনেৎস্কের বিপক্ষে জয়ের দেখা ঠিকই পেল মিকেল আর্তেতার দল। এ জয়ের মধ্য দিয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে বোর্নমাউথের বিপক্ষে হারের ক্ষত সামলে জয়ের পথে ফিরল আর্সেনাল।
এ দিন ম্যাচের ২৪ মিনিটে দারুণ সুযোগ পায়। তবে গাব্রিয়েল মার্তিনেল্লির পাসে রিকার্দো কালাফিওরির শট ঠেকান গোলরক্ষক। চার মিনিট পর ম্যাচে র ২৯ মিনিটে এগিয়ে যায় স্বাগতিকরা। মাঠের ডি বক্সের ভেতর থেকে মার্তিনেল্লির নিচু শট পোস্টে লেগে শাখতার গোলরক্ষক দিমিত্রোর শরীরের পেছন দিকে লেগে বল জালে জড়ায়।
তবে বিরতির আগে গাব্রিয়েল জেসুসের শট ফিরিয়ে ব্যবধান বাড়তে দেননি গোলরক্ষক। এরপর জমজমাট এই ম্যাচের ৭৪তম মিনিটে বক্সে শাখতারের এক ডিফেন্ডারের হাতে বল লাগলে মনিটরে দেখে পেনাল্টির বাঁশি বাজান রেফারি। কিন্তু ত্রোসারের সোজাসুজি শট পা দিয়ে ঠেকান ইউক্রেইনের গোলরক্ষক।
ম্যাচের নির্ধারিত সময়ে একটি শটও লক্ষ্যে রাখতে পারেনি। শেষ দিকে ৯২তম মিনিটে গোল তারা পেয়েই যাচ্ছিল প্রায়। কিন্তু গোল বঞ্চিত হন। এ জয়ের মধ্য দিয়ে এবারের চ্যাম্পিয়ন্স লিগে তিন ম্যাচে দুই জয় ও এক ড্রয়ে ৭ পয়েন্ট নিয়ে তালিকার চার নম্বরে আছে আর্সেনাল। আর তাদের সমান ম্যাচে ১ পয়েন্ট নিয়ে ৩৬ দলের মধ্যে পয়েন্ট তালিকায় ২৯ নম্বরে আছে শাখতার।