চ্যাম্পিয়ন্স লিগে ওঠার লড়াইয়ে টিকে থাকলো ম্যানসিটি

ইংলিশ প্রিমিয়ার লিগ

গোলদাতা কেভিন ডি ব্রুইন

মৌসুম শেষে ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে অধিনায়ক কেভিড ডি ব্রুইনের। চুক্তির মেয়াদ আর বাড়াবেন না তিনি। ফলে ম্যানসিটিতে এটাই ব্রুইনের শেষ মৌসুম। ম্যানচেস্টার সিটির নিজেদের স্টেডিয়ামে ইত্তিহাদে ব্রুইন গতকাল রাতে দ্বিতীয় শেষ ম্যাচটি খেলে ফেলেছেন। বিপুল দর্শকের সামনে ম্যানসিটির হয়ে এ ম্যাচটি স্মরণীয় করে রাখলেন। গোল করেছেন তিনি। তার গোলে ইংলিশ প্রিমিয়ার লিগে ওলভারহামটনকে ১-০ গোলে হারিয়েছে স্বাগতিক দল। এ জয়ে ম্যানসিটির আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সম্ভাবনাটা অনেকটা বাড়িয়ে দিয়েছে।

আগেই শিরোপা লড়াই থেকে ছিটকে গিয়েছিল ম্যানসিটি। ব্যর্থতার ধারাবাহিকতায় তাদের চ্যাম্পিয়ন্স লিগের খেলার পথটা ক্রমেই কঠিন হয়ে পড়ছিল। গতকালের জয়ে সেই কঠিন পথ কিছুটা হলেও মৃসণ হয়েছে। ৩৫ ম্যাচ শেষে তাদের সঙগ্রহ ৬৪ পয়েন্ট। ৩৪ ম্যাচ শেষে যথাক্রমে ৮২ ও ৬৭ পয়েন্ট নিয়ে লিভারপুল ও আর্সেনাল প্রথম ও দ্বিতীয় স্থানে রয়েছে। নিউক্যাসল ইউনাইটেড ম্যানসিটিকে হুমকি দিয়ে চলেছে। ৩৪ ম্যাচ থেকে তাদের পয়েন্ট ৬২। ফলে ম্যানসিটিকে আবার টপকে যাওয়ার সুযোগ রয়েছে তাদের সামনে।

ব্রুইনকে ঘিরে মাঠে এক ভিন্ন মুহুর্ত তৈরি হয়েছিল। দর্শকেরা ‌’ওহ, কেভিন ডি ব্রুইন’ নামে আওয়াজ তুলে অন্য রকম এক পরিবেশ তৈরি করেছিল। গত দুই মৌসুম ইনজুরির কারণে বড় সমস্যার মধ্যে দিয়ে যাচ্ছেন ব্রুইন। এর মাঝে ম্যানসিটি তার জন্য ভিন্ন সমস্যা তৈরি করেছে। চূক্তি বাড়ানোর কোনো প্রস্তাব দেয়নি। অন্যদিকে ব্রুইন বলে চলেছেন, দলকে দেওয়ার মতো এখনো অনেক কিছু রয়েছে তার কাছে। তার একটা প্রমাণ এই ম্যাচ।

খেলার প্রথমার্ধে একমাত্র গোলটি পায় ম্যানসিটি। ৩৫ মিনিটে গোলটি করেন ডি ব্রুইন।

Exit mobile version