চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরি করে উচ্ছ্বসিত লেফানদোভস্কি

চ্যাম্পিয়ন্স লিগে গোলের সেঞ্চুরির ক্লাবের আরো এক সদস্য যোগ হলেন। এতদিন ক্রিশ্চিয়ানো রোনালদো এবং লিওনেল মেসি ছিলেন এই ক্লাবের সদস্য। মঙ্গলবার রাতে তাদের সঙ্গে যোগ দিয়েছেন রবার্ট লেফানদোভস্কি। তার গোলের সংখ্যা এখন তিন অঙ্কে ছুঁয়ে ১০১ হয়েছে।

চলতি মৌসুমে দুর্দান্ত খেলছেন রবার্ট লেফানদোভস্কি। গতরাতে ব্রেস্টের বিপক্ষে জোড়া গোল করেছেন তিনি। যার প্রথমটি ছিল ইউরোপের সেরা মঞ্চে তার শততম গোল। ম্যাচের দশম মিনিটে প্রথম গোল পান রবার্ট লেফানদোভস্কি। পেনাল্টি থেকে গোলটি করেছিলেন তিনি। ম্যাচের যোগ করা সময়ে নিজের দ্বিতীয় ও দলের হয়ে তৃতীয় গোলটি করেন।

চ্যাম্পিয়ন্স লিগে ১০১ টি গোল রবার্ট লেফানদোভস্কি বরুশিয়া ডর্টমুন্ড, বায়ার্ন মিউনিখ ও বার্সেলোনার হয়ে করেছেন। চলতি মৌসুমে এ প্রতিযোগিতায় তার গোল সংখ্যা পাঁচ ম্যাচে সাত।

ইউরোপের সেরা প্রতিযোগিতায় গোলের সংখ্যায় সবার উপরে ক্রিশ্চিয়ানো রোনালদো। ১৪০ গোল করেছেন তিনি। মেসির গোল সংখ্যা ১২৯।

রোনালদো ও মেসির ক্লাবে যোগ দিতে পারায় দারুণ খুশি রবার্ট লেফানদোভস্কি। তিনি বলেন, আমি খুব খুশি, খুব খুশি। চ্যাম্পিয়ন্স লিগে ১০১ গোল করতে পারবো আগে কখনো ভাবিনি।’

Exit mobile version