গত মৌসুমে দুর্দান্ত ফর্মে থেকেও চ্যাম্পিয়ন্স লিগ জিততে পারেনি বার্সেলোনা। সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে ৪-৩ গোলে হারতে হয়েছিল তাদের। সেই ম্যাচে রেফারির সিদ্ধান্তে ক্ষুব্ধ প্রতিক্রিয়া দেখানোয় বার্সা কোচ হ্যান্সি ফ্লিক ও সহকারী কোচ মার্কাস সর্গকে এক ম্যাচের নিষেধাজ্ঞা দিয়েছিল উয়েফা। তবে নতুন মৌসুমের শুরুতেই সেই শাস্তি স্থগিত করেছে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা।
আগামী শুক্রবার (১৯ সেপ্টেম্বর) নিউক্যাসলের বিপক্ষে ২০২৫-২৬ মৌসুমের চ্যাম্পিয়ন্স লিগে নিজেদের প্রথম ম্যাচ খেলবে কাতালান ক্লাবটি। তার আগে উয়েফা জানায়, ফ্লিক ও সর্গের নিষেধাজ্ঞা এক বছরের জন্য স্থগিত থাকবে। তবে এই সময়ের মধ্যে আবারও আচরণবিধি ভঙ্গ করলে নিষেধাজ্ঞা কার্যকর হবে। আর্থিক জরিমানা অবশ্য মকুব হয়নি—দুই কোচকেই দিতে হবে ২০ হাজার ইউরো (বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৮ লাখ টাকা)।
উয়েফার শাস্তির তালিকায় শুধু কোচরাই নন, ছিলেন খেলোয়াড়রাও। অ্যান্টি-ডোপিং কর্মকর্তাদের নির্দেশ না মানায় লামিনে ইয়ামাল ও রবার্ট লেভান্ডফস্কিকে ৫ হাজার ইউরো করে জরিমানা গুনতে হয়েছে। দর্শকদের অসদাচরণ—যেমন বস্তু নিক্ষেপ ও আতশবাজি পোড়ানোর দায়েও মোট ৭৭৫০ ইউরো জরিমানা দিয়েছে সংস্থাটি। সবমিলিয়ে প্রায় ১১ লাখ টাকার জরিমানা দিতে হচ্ছে বার্সেলোনাকে।
সেমিফাইনালের ফিরতি লেগে রেফারির একাধিক সিদ্ধান্তে ক্ষোভ প্রকাশ করেছিলেন ফ্লিক ও সর্গ। সংবাদ সম্মেলনেও প্রকাশ্যে সমালোচনা করেছিলেন বার্সা কোচ। আপাতত শাস্তি স্থগিত হওয়ায় নিউক্যাসলের বিপক্ষে প্রথম ম্যাচে ডাগআউটে দাঁড়াতে পারবেন দুজনই।
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩
















