ড্র হয়ে গেল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের। সুইজারল্যান্ডের নিওনে ড্র অনুষ্ঠানের মাঝ দিয়ে শেষ ষোলোতে কে কার প্রতিপক্ষ তা চূড়ান্ত হয়েছে। দুই একটা দল ছাড়া বড় দলগুলো বেশ সহজ প্রতিপক্ষ পেয়েছে বলাই যায়। রিয়াল মাদ্রিদ কোয়ার্টার ফাইনালে ওঠার লড়াইয়ে আতলেতিকো মাদিদ্রের বিপক্ষে খেলবে। লিভারপুল পেয়েছে প্যারিস সেন্ত জার্মেইকে।
শেষ ষোলোর লড়াইয়ে বায়ার্ন মিউনিখ প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লেভারকুসেনকে। বার্সেলোনা খেলবে বেনফিকার বিপক্ষে। আর্সেনালের প্রতিপক্ষ পিএসভি আইন্দহোফেন। অ্যাস্টন ভিলা খেলবে ক্লাব ব্রুগার বিপক্ষে। কোয়ার্টার ফাইনালে ওঠার পথে ইন্টার মিলানের বাধার নাম ফেইনুর্ড। এছাড়া বরুশিয়া ডর্টমুন্ড প্রতিপক্ষ হিসেবে পেয়েছে লিলকে।
আগামী ৪ ও ৫ মার্চ শেষ ষোলোর প্রথম লেগের লড়াই হবে। ফিরতি লেগের ম্যাচ মাঠে গড়াবে ১১ ও ১২ মার্চ।
চ্যাম্পিয়ন্স লিগের পরের ম্যাচগুলোর জন্য আর কোনো ড্র হবে না। শেষ ষোলো শেষে কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনালের প্রতিপক্ষ কিভাবে নির্ধারিত হবে তা এখানেই চূড়ান্ত করা হয়েছে।