চ্যাম্পিয়ন্স লিগ থেকে ছিটকে গেল ইতালিয়ান ক্লাব এসি মিলান। মঙ্গলবার প্লে অফ লড়াইয়ে অ্যাওয়ে ম্যাচে ফেয়েনুর্ডের সঙ্গে ১-১ গোলে ড্র করে গোল গড়ে তারা বিদায় নিয়েছে। প্রথম লেগে ১-০ গোলে জয় পাওয়ায় ২-১ গোল গড়ে ফেয়েনুর্ড শেষ ষোলোতে পৌঁছে গেল।
ম্যাচের প্রথম মিনিটে সান্তিয়াগো গিমেনেজের গোলে এগিয়ে ছিল এসি মিলান। ৭৩ মিনিটে হুলিয়ান কারাঞ্জার গোলে সমতায় ফেরে ফেয়েনুর্ড। ম্যাচে ছিল উত্তেজনায় ভরপুর। একাধিক লাল কার্ড ব্যবহার করতে হয়েছে রেফারিকে। উভয় দলের একজন করে খেলোয়াড় লাল কার্ড দেখেছেন। ফেয়েনুর্ডের গিভাইরো রিড ৯৭ মিনিটে লাল কার্ড দেখেন। আর এসি মিলানের থিও হার্নান্দেজ লাল কার্ড দেখেন ৫১ মিনিটে। ফলে দ্বিতীয়ার্ধের পুরোটা তাদের একজন কম নিয়ে খেলতে হয়েছে। আর এতেই ফেয়েনুর্ড গোল করার সুযোগ পেয়ে যায়।
শেষ ষোলোতে ফেয়েনুর্ডের প্রতিপক্ষ এখনো চূড়ান্ত হয়নি। ইন্টার মিলান বা আর্সেনাল তাদের প্রতিপক্ষ হবে। শুক্রবার ড্র’র মাঝ দিয়ে প্রতিপক্ষ চূড়ান্ত হবে।
ডাচ ক্লাব ফেয়েনুর্ড ১৯৭০ সালে সেলটিককে হারিয়ে ইউরোপিয়ান কাপ জয় করেছিল। আবার তারা কাপ জয় করতে পারবে এসি মিলানকে হারিয়ে সেই আত্মবিশ্বাস ফিরে পেয়েছে।