উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে মহা কাব্যিক এক ম্যাচ উপভোগ করলো ফুটবল দর্শকেরা। বেনফিকা-বার্সেলোনা ম্যাচে উপভোগের সব উপাদানাই হাজির করেছিলে খেলোয়াড়রা। গোলের খেলা ফুটবলে গোলের কোনো অভাব ছিল না। একের পর এক গোল হয়েছে ম্যাচটিতে। সব মিলিয়ে ৯ গোলের ম্যাচে বার্সেলোনা জয় পেয়েছে ৫-৪ গোলে।
রবার্ট লেফানদোভস্কি ও রাফিনহা জোড়া গোল করেছেন। বার্সেলোনার হয়ে অন্য গোলটি করেন এরিক গার্সিয়া। বেনফিকার হয়ে হ্যাটট্রিক করেন গ্রিসের স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিস। অন্য গোলটি ছিল আত্মঘাতি।
এ জয়ের ফলে ৭ ম্যাচ শেষে বার্সেলোনার পয়েন্ট ১৮। সরাসরি তাদের শেষ ষোলোতে খেলা নিশ্চিত হয়েছে। সমান ম্যাচে বেনফিকার পয়েন্ট ১০।
দূর্ভাগ্য বেনফিকার। এমন এক ম্যাচে দলটির সমর্থকদের কেউ হারের কল্পনাও করতে পারেনি। ম্যাচে পরিস্থিতিতে তাদের এমন কল্পনার দরকারও ছিল না। মাত্র ৩০ মিনিটের মধ্যে দলটির স্ট্রাইকার ভাঙ্গেলিস পাভলিদিস একের পর এক গোল বার্সেলোনার গলায় পরিয়েছেন। মাত্র ৩০ মিনিটের মধ্যে বার্সেলোনার মতো দলের বিপক্ষে হ্যাটট্রিক করেন তিনি। তার হ্যাটট্রিক নিজেদের মাঠের খেলায় বেনফিকা ৩-১ গোলে এগিয়ে যায়। ২,২২ ও ৩০ মিনিটে গোল তিনটি করেন তিনি।
ম্যাচে ১৩ মিনিটে প্রথম গোল পেয়েছিল বার্সেলোনা। লেফানদোস্কি পেনাল্টি থেকে গোল খেলায় সমতা এনেছিলেন। তারপরেই বার্সেলোনা জোড়া গোল হজম করে ৩-১ গোলে পিছিয়ে যায়। দ্বিতীয়ার্ধের ৬৪ মিনিটে রাফিনহা গোল করেন। চার মিনিট পর বার্সেলোনা আবার গোল হজম করে। ফলে ৪-২ গোলে পিছিয়ে পড়ে বার্সেলোনা। এখান থেকে অ্যাওয়ে ম্যাচে ফেরা কঠিন। কিন্তু ঘরোয়া লিগে বাজে পারফরম করা বার্সেলোনা দারুণভাবে ঘুরে দাঁড়ান। তৈরি হয় চরম নাটকীয়তা। এ সময়ে বার্সেলোনা ৭৮, ৮৬ ও ৯৬ মিনিটে গোল করে জয় তুলে নেয়।