এবার আর হলো না। বরাবরই খুড়িয়ে খুড়িয়ে চলা ইতালি সে পথেই হাটছিলো। কিন্তু থামতে হলো দ্বিতীয় রাউন্ডেই। গ্রুপের শেষ ম্যাচে ক্রোয়েশিয়ার কাঁদিয়ে শেষ মুহুর্তের গোলে ড্র করে দ্বিতীয় রাউন্ডে জায়গা করে নেয়া ইতালি সুইজারল্যান্ডের কাছে হারলো ২-০ গোলে। ৩৭ মিনিটে রেমো ফ্রিউলার ও ৪৬তম মিনিটে রুবেন ভারগাস সুইসদের পক্ষে একটি করে গোল করেন।
কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের প্রতিপক্ষ আজই চূড়ান্ত হয়ে যাবে। ইংল্যান্ড ও স্লোভাকিয়ার মধ্যকার বিজয়ী দল খেলবে উড়তে থাকা সুইজারল্যান্ডের বিপক্ষে। গত বছর ইংল্যান্ডকে টাইব্রেকে হারিয়ে শিরোপা জিতেছিলো ইতালি। সেই ইতালিকে বিদায় করা সুইজারল্যান্ডের সামনে পড়তে পারে ইংল্যান্ডও।