ছাদখেলা বাসে শিরোপা উৎসব করবে লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগ

ইংলিশ প্রিমিয়ার লিগে আগেভাগে শিরোপা জয় নিশ্চিত করেছে লিভারপুল। রেকর্ড বিশতম শিরোপা। পাঁচ বছর আগে তারা জয় করেছিল ১৯তম শিরোপা। এর আগে তাদের শেষ সাফল্য ছিল ৩০ বছর আগে। পাঁচ বছর আগে ২০১৯-২০ সালে যখন তারা শিরোপা জয় করেছিল তখন বিশ্ব করোনায় আক্রান্ত ছিল। ফলে শিরোপা জয়ের উৎসব করা হয়নি। এবার সমর্থকদের নিয়ে আনন্দে ভেসে যেতে চায় লিভারপুল। তারই পরিকল্পনা করছে ক্লাবটি। ছাদখোলা বাসে প্যারেডের আয়োজন করতে যাচ্ছে লিভারপুল। সবকিছু ঠিক থাকলে আগামী ২৬ মে তারা এই প্যারেড করবে।

গত রোববার অ্যানফিল্ডে টটেনহাম হস্পারকে ৫-১ গোলে হারিয়ে লিভারপুল শিরোপা জয় নিশ্চিত করে। দ্বিতীয় স্থানে থাকা আর্সেনাল থেকে ১৫ পয়েন্ট এগিয়ে তারা। ফলে চার ম্যাচ বাকি থাকতেই শিরোপা জয় নিশ্চিত হয় তাদের। তারই ধারাবাহিকতায় লিভারপুল সিটি কাউন্সিলের কাউন্সিলর লিয়াম রবিনসন তাদের আনুষ্ঠানিকভাবে প্যারেড করার আমন্ত্রণ জানায়। এবারের লিগে শেষ হোম ম্যাচের পরের দিনই এই প্যারেডের আয়োজন করা হয়েছে।

২০১৯ সালের চ্যাম্পিয়ন্স লিগ জয়ের পর প্যারেডে যে রুট ব্যবহার করা হয়েছিল সেই রুটেই এবারের প্যারেড হবে। পরিকল্পনা অনুসারে তিন ঘন্টা থেকে সাড়ে পাঁচ ঘন্টা স্থায়ী হবে এ প্যারেড।

কাউন্সিলর লিয়াম রবিনসন বলেন, আগামী ২৬ মে লিভারপুল ফুটবল ক্লাবকে প্যারেডে আমন্ত্রণ জানাতে পেরে আমরা আনন্দিত। লিভারপুলের বিজয় উৎসব আমাদের জন্য একটা গর্বের ব্যাপার।

Exit mobile version