ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের সর্বশেষ আসরে দুর্দান্ত পারফরম্যান্সে সবার নজর কেড়েছেন তরুণ স্প্যানিশ ফুটবলার লামিন ইয়ামাল। বার্সেলোনার হয়ে খেলতে নেমে আলোচনায় আসা ইয়ামাল স্পেনকে জিতিয়েছেন ইউরোর শিরোপা। সাথে জিতেছেন টুর্নামেন্টের সেরা তরুণ ফুটবলারের পুরস্কারও।
এবার ছুরিকাঘাতের শিকার হলেন ১৭ বছর বয়সী এই ফুটবলারের বাবা। স্পেনের সংবাদমাধ্যম ‘লা ভ্যানগার্দিয়া’র প্রতিবেদন অনুযায়ী, এ ঘটনা ঘটেছে বার্সেলোনা শহর থেকে ৩০ কিলোমিটার দূরে মাতারো অঞ্চলের রোচাফন্দায়। এখানেই বড় হয়েছেন ইয়ামাল এবং তার বাবা ও দাদি এখানেই বসবাস করেন।
দেশটির অন্য একটি গণমাধ্যম থেকে জানা যায়, এরই মধ্যে এ ঘটনায় কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। ধারণা করা হচ্ছে, পূর্বের কোনো এক তর্কের জেরে এমন ঘটনা ঘটিয়েছে ওই ব্যক্তিরা।