নাটকীয় এক গোলে সেরি আতে ইন্টার মিলানের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে নাপোলি। ১-১ গোলে ড্র হয়েছে ম্যাচটি। নাপোলির মাঠে অনুষ্ঠিত ম্যাচে ইন্টার মিলান প্রথমে গোল করে এগিয়ে যায়। নাপোলি ম্যাচের শেষ মুহুর্তে গোল করে পয়েন্ট ভাগাভাগি করে।
সেরি আ’তে ইন্টার মিলান ও নাপোলির মধ্যে পয়েন্ট টেবিলের শীর্ষ স্থানে ওঠার লড়াই দারুণ জমে উঠেছে। ইন্টার মিলান ২৭ ম্যাচে ৫৮ পয়েন্ট নিয়ে এখন শীর্ষে। এক পয়েন্ট কম নিয়ে তাদের অনুসরণ করে চলেছে নাপোলি। ২৭ ম্যাচ শেষে তাদের পয়েন্ট ৫৭।
ফেডেরিকো ডিমার্কো ২২ মিনিটের সময় গোল করে ইন্টার মিলানকে এগিয়ে নিয়েছিলেন। ৮৭ মিনিটে ফিলিপ বিলিং নাপোলি গোল করে সমতায় ফেরায়।
দিয়াগো আরমান্দো মারাদোনা স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ম্যাচটি অনেকটাই শারীরিক নির্ভর ছিল। ফলে একাধিকবার যেমন রেফারিকে বাঁশি বাজাতে হয়েছে, তেমনি খেলোয়াড়দের সেবা নিতে হয়েছে। এমন ফাউল নির্ভর ম্যাচে ইন্টার মিলান ফ্রি কিক থেকে গোলটি পায়। ডিমার্কোর ফ্রি কিকের শট নাপোলির গোলরক্ষক অ্যালেক্স মেরেত শুধু চেয়ে চেয়ে দেখেছেন।
ম্যাচে যখন নাপোলির হার নিশ্চিত, তখনই তারা গোলের দেখা পায়।