উয়েফা সুপার কাপের ফাইনালে নাটকীয় প্রত্যাবর্তনে শিরোপা জিতলেও, লুইস এনরিকে মনে করেন জয় প্রাপ্য ছিল প্রতিপক্ষ টটেনহ্যাম হটস্পারের।
ইতালির উদিনিতে বুধবার ফাইনালে ৮৪ মিনিট পর্যন্ত ২-০ গোলে এগিয়ে ছিল টটেনহ্যাম। কিন্তু শেষ মুহূর্তে বদলি লি কাং-ইন ও গন্সালো রামোসের দুই গোল ম্যাচ ফিরিয়ে আনে পিএসজিকে। যোগ করা সময়ের চতুর্থ মিনিটে সমতা ফেরানোর পর টাইব্রেকারে ৪-৩ গোলে জয় তুলে নেয় ফরাসি ক্লাবটি।
জয়ের পর উদযাপনে ভাসলেও মাইক্রোফোনে এসে এনরিকে বললেন,
“৮০ মিনিট ধরে জয়টা আমাদের প্রাপ্য ছিল না। টটেনহ্যাম ছয় সপ্তাহ ধরে অনুশীলন করেছে, দারুণ খেলেছে। আমরা কেবল ছয় দিন অনুশীলন করেছি। তবে ফুটবল মাঝে মাঝে অন্যায্য হয়—শেষ ১০ মিনিটে সৌভাগ্য আমাদের পক্ষে ছিল।”
পিএসজির অধিনায়ক মার্কিনিয়োসও স্বীকার করেন, দলের শারীরিক অবস্থা এখনো সর্বোচ্চ পর্যায়ে নেই। তবুও মানসিক দৃঢ়তা ও বদলিদের অবদানেই ম্যাচ ঘুরিয়ে দেওয়া সম্ভব হয়েছে বলে মনে করেন তিনি।
নতুন মৌসুমে শিরোপা জিতে যাত্রা শুরু করা পিএসজি রোববার ফরাসি লিগে নামবে শিরোপা ধরে রাখার মিশনে।
