বিশ্বকাপ ও এশিয়ান কাপের বাছাইয়ে ঘরের মাঠে শক্তিশালী অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়াকু পারফরম্যান্সের পর আজ লেবাননের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। জয়ের লক্ষ্যে আজ বাংলাদেশ সময় রাত ১০টায় কাতারের দোহার জসিম বিন হামাদ স্টেডিয়ামে মাঠে নামবে জামাল ভূঁইয়ার দল।
মূলত লেবাননে রাজনৈতিক অস্থিরতার জন্য আজ তাঁদের হোম ম্যাচটি আজ নিরপেক্ষ ভেন্যুতে গড়াবে। এর আগে বসুন্ধরা কিংস অ্যারেনায় এই দুই দলের প্রথম লেগের খেলা ১-১ গোলে ড্র হয়।
এই লেগ নিয়ে এক ভিডিও বার্তায় অধিনায়ক জামাল ভূঁইয়া বলেছেন, ‘লেবানন আমাদের কাছে বড় চ্যালেঞ্জ। কিন্তু আমাদের লক্ষ্য তিন পয়েন্ট। গত কিছুদিন আমরা কীভাবে খেলব সেটা বিশ্লেষণ করেছি, নিজেদের পরিকল্পনা সাজিয়েছি। কোন জায়গায় আমাদের খাপ খাওয়াতে হবে সেটা বোঝার চেষ্টা করেছি। কারণ লেবানন এবং অস্ট্রেলিয়া ভিন্ন দুটি দল। আমাদের সবাই ভালো পারফরম্যান্স দেবে এবং বিশ্বাস আছে পরবর্তী ম্যাচে আমরা তিন পয়েন্ট নিতে পারব।’
স্কোর কার্ড
বিশ্বকাপ ২০২৩











