বাংলাদেশ প্রিমিয়ার লিগের টানা পাঁচবারের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস জয়ে ফিরেছে। ঘরের মাঠের খেলায় শনিবার তৃতীয় রাউন্ডে তারা পুরান ঢাকার রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটিকে ৪-১ গোলে হারিয়েছে।
বসুন্ধরা বড় ব্যবধানে জয় পেলে ভালো প্রতিরোধ গড়েছিল রহমতগঞ্জ। তবে শেষ পর্যন্ত তারা পেরে ওঠেনি। ১০ মিনিটে ফার্নান্দেজের গোলে এগিেয়ে যায় কিংস। বেশিক্ষণ স্থায়ী হয়নি তাদের হাসি। দুই মিনিট ব্যবধানে নবীব নেওয়াজ জীবনের গোলে সমতায় ফেরায় রহমতগঞ্জ। এ অর্ধের ইনজুরি সময়ে মিগুয়েল ফেরেইরার গোলে আবার এগিয়ে যায় বসুন্ধরা।
দ্বিতীয়ার্ধে রহমতগঞ্জ আর খেলায় ফিরতে পারেনি। এ সময় তারা আরো দুই গোল হজম করে। ৫৩ মিনিটে রানার গোলে বসুন্ধরা ব্যবধান ৩-১ করে। ৭৬ মিনিটে তপু বর্মনের গোলে বসুন্ধরা ৪-১ করে বড় জয় নিশ্চিত করে। রহমতগঞ্জের এটা প্রথম হার।
দিনের অন্য ম্যাচে বাংলাদেশ পুলিশ ৪-০ গোলে ঢাকা ওয়ান্ডারার্সকে হারিয়েছে।